Advertisement
E-Paper

জোর করে তুলে নিয়ে গাড়িতেই মেয়েকে খুন করে ইন্দ্রাণী

বিষাক্ত কোনও ইনজেকশন দেওয়া হয়েছিল? না কি গলা টিপে খুন করা হয়েছিল শিনাকে? কী ভাবে খুন করা হয়েছিল, তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ধৃতদের জেরা করে পুলিশ নিশ্চিত গাড়িতে যেতে যেতেই খুন করা হয়েছিল তাঁকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ১১:০৭
শিনা বোরা ও রাহুল মুখোপাধ্যায়।

শিনা বোরা ও রাহুল মুখোপাধ্যায়।

বিষাক্ত কোনও ইনজেকশন দেওয়া হয়েছিল? না কি গলা টিপে খুন করা হয়েছিল শিনাকে? কী ভাবে খুন করা হয়েছিল, তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ধৃতদের জেরা করে পুলিশ নিশ্চিত গাড়িতে যেতে যেতেই খুন করা হয়েছিল তাঁকে। এক দিকে যখন সঞ্জীব এবং গাড়ির চালক শিনার হাত-পা চেপে ধরে রেখেছিল। মা ইন্দ্রাণী তখন নিজের হাতে খুন করে শিনাকে। শিনা হত্যা-কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ।

২০১২ সালের ২৪ এপ্রিলের সন্ধ্যা। শিনা তখন মুম্বইয়ের বান্দ্রাতে তাঁর প্রেমিক তথা সৎ ভাই রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। হঠাৎই তাঁকে ফোন করে দেখা করতে বলে মা ইন্দ্রানী। শিনা দেখা করতেও চলে যান। কিন্তু পিছনের সিটে সঞ্জীব বসে থাকায় মায়ের সঙ্গে সেই গাড়িতে উঠতে রাজি হননি তিনি। সঞ্জীবকে দেখে চিৎকার জুড়ে দেন শিনা। চলে কথা কাটাকাটিও। এক প্রকার জোর করেই, হাত-পা চেপে ধরে টেনে হিঁচড়ে গাড়ির ভিতরে তুলে নেওয়া হয়েছিল তাঁকে। গাড়ি চলতে শুরু করে। সেই চলন্ত গাড়ির মধ্যেই শিনাকে খুন করা হয়। সারা রাত শিনার মৃতদেহ সমেত গাড়িটি মুম্বইয়ের পিটার মুখোপাধ্যায়ের বাড়ির গ্যারাজেই রাখা ছিল। পর দিন ভোর হতেই গাড়ি নিয়ে অভিযুক্ত তিন জনেই রওনা দেন। মুম্বই থেকে ৮৪ কিলোমিটার দূরে রায়গড়ের পেন তালুকে জঙ্গলের মধ্যে শিনার দেহ পুঁতে দেয় তারা।

অন্য দিকে রাহুলের দাবি, বারবার তিনি ফোনে শিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সাড়া মেলেনি। মুম্বই থানায় নিখোঁজ ডায়েরিও করেন। থানায় গিয়ে ইন্দ্রাণী জানান, শিনা আমেরিকায় চলে গিয়েছেন। রাহুলের সঙ্গে কোনও সম্পর্ক তিনি রাখতে চান না। আর এর দিন দুয়েক পরে শিনার কাছ থেকে একটি এসএমএস পান রাহুল। তাতেও তাঁর সঙ্গে সম্পর্ক না রাখতে চাওয়ার কথাই উল্লেখ ছিল বলে পুলিশকে জানিয়েছেন রাহুল। যে নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছিল, যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পান তিনি।

কে এবং কেন ওই এসএমএস করেছিল? আদপে শিনা-রাহুলের সম্পর্ক মেনে নিতে না পারাতেই কী খুন হতে হল শিনাকে? শিনা বোরা হত্যা-কাণ্ডকে ঘিরে এই প্রশ্নই নতুন করে সামনে উঠে এসেছে। খুনের ঘটনার কথা স্বীকার করলেও এখনও খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় রয়ে গিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এই সংক্রান্ত আরও তথ্য হাতে পেতে জি়জ্ঞাসাবাদের জন্য রাহুলকে খার থানায় ডেকে পাঠানোও হয়।


আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জীবকে।

অন্য দিকে, ২০১২ সালে খুন হওয়ার মাস খানেক পর উদ্ধার হওয়া শিনার দেহের ফরেন্সিক পরীক্ষা করা হয়েছিল। ডিএনএ-র নমুনা এখনও রায়গড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে রয়েছে বলে পুলিশের অনুমান। সেই নমুনা পাওয়া গেলে হত্যা রহস্যের কিনারায় নয়া দিক খুলে যাবে বলে মনে করছে পুলিশ।

ইন্দ্রানীর প্রাক্তণ স্বামী ধৃত সঞ্জীব খন্নাকে এ দিন আদালতে পেশ হয়। তাকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে মুম্বই পুলিশ। ধৃত ইন্দ্রানী, গাড়ির চালক এবং সঞ্জীবকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের একটি দল রওনা দিয়েছে গুয়াহাটির উদ্দেশেও।

sheena bora murder case sheena bora murder mystery sheena bora sms indrani mukerjia scandal sheena bora relationship indrani mukherjee scandal rahul mukerjia sheena bora relationship sheena bora relationship controversy MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy