জোট হয়ে গিয়েছে। এ বার সেই জোটকে একেবারে তৃণমূল স্তরের নেতা-কর্মী পর্যন্ত এক সুরে বেঁধে ফেলতে মাঠে নামছেন রাহুল গাঁধী ও অখিলেশ যাদব।
কংগ্রেস সূত্রের খবর, যৌথ প্রচারকে টানটান করতে সলমন খানের ‘সুলতান’ ছবির একটি গানের অনুকরণে নতুন প্রচারের মন্ত্র হবে ‘ইউপি কো ইয়ে সাথ পসন্দ হ্যায়’। সঙ্গে রাহুল-অখিলেশকে উত্তরপ্রদেশের ঘরের ছেলে হিসেবে তুলে ধরে মোদীকে বাইরের লোক প্রমাণ করতে ‘আপনে লড়কে, মোদী বাহারি’ বলেও প্রচার হবে।
শুক্র ও শনিবার রাহুল পঞ্জাবে ভোটের প্রচারে ব্যস্ত থাকছেন। রবিবারই লখনউ পৌঁছে অখিলেশের সঙ্গে বৈঠকে বসতে চাইছেন তিনি। পরে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন। উত্তরপ্রদেশে কংগ্রেস প্রথমে ‘২৭ সাল, ইউপি বেহাল’ বলে প্রচারে নেমেছিল। উল্টোদিকে অখিলেশ মুখ্যমন্ত্রী হিসেবে কাজের খতিয়ানের সাফল্য তুলে ধরে ‘কাম বোলতা হ্যায়’ বলে প্রচার শুরু করেছেন। এখন দু’দলের প্রচারের সূচিমুখ এক বিন্দুতে নিয়ে আসা জরুরি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণও জোরালো করে তুলতে চাইছেন দু’জনে।