কর্নাটকে কংগ্রেস সরকারের আয়োজনে আন্তর্জাতিক শিল্প সম্মেলন শুরু হচ্ছে। কিন্তু সেই সম্মেলনে গরহাজির রইলেন রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এ নিয়ে দিল্লিতে ও কর্নাটকে কংগ্রেসের মধ্যে জলঘোলা শুরু হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, এই শিল্প সম্মেলনে কর্নাটকের কংগ্রেস সরকার মোদী সরকারের একাধিক মন্ত্রীকে গুরুত্ব দিয়েছে। তাতেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া কর্নাটকের আন্তর্জাতিক শিল্প সম্মেলন উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। নির্মলা সীতারামন-সহ একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন।পীযূষ গয়াল, প্রহ্লাদ জোশী, এইচ ডি কুমারস্বামী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সম্মেলনে হাজির থাকবেন। রাহুল গান্ধীর এই সম্মেলনে গিয়ে কর্নাটকে বিনিয়োগের এক জানলা ব্যবস্থা উদ্বোধন করার কথা ছিল। খড়্গের হাজির থাকার কথা ছিল সম্মেলনের শেষ পর্বে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ আজ জানিয়েছেন, রাহুল ও খড়্গে সংসদের অধিবেশনে ব্যস্ত বলে কর্নাটক যেতে পারছেন না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)