Advertisement
১০ জুন ২০২৪
Rahul Gandhi

‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, দেশের জিডিপি নিয়ে মোদীকে নিশানা রাহুলের

দেশের জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ করলেন তিনি।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ১৪:৫৬
Share: Save:

ফের রাহুলের নিশানায় মোদী। এ বার দেশের জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ করে রাহুল গাঁধী বললেন, “মোদী হ্যায় তো মুমকিন হ্যায় (মোদী থাকলে সব কিছুই হওয়া সম্ভব)।” ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই স্লোগান নিয়েই প্রচারে নেমেছিলেন রাহুল। দেশের জিডিপি প্রসঙ্গে বলতে গিয়ে আবার সেই স্লোগানকেই ব্যবহার করলেন তিনি।

দেশের জিডিপি নিয়ে সোমবার আশঙ্কা প্রকাশ করেন ইনফোসিস কর্তা এনআর নারায়ণমূর্তি। ১৯৪৭-এর পর এই প্রথম দেশের জিডিপি এত তলানিতে ঠেকেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের অর্থব্যবস্থা সঠিক দিশায় নিয়ে আসা উচিত বলেও ওই দিন জানান। নারায়ণমূর্তির সেই আশঙ্কার প্রসঙ্গ টেনেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল।

করোনাভাইরাস, লকডাউন, পরিযায়ী শ্রমিক-সহ একাধিক বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন রাহুল। দেশে করোনার সংক্রমণ যে দিন ২০ লক্ষ পেরোল, সে দিনও মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ’২০ লক্ষ ছাড়াল সংক্রমণ, মোদী সরকার কোথায়!’ দেশের অর্থব্যবস্থাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা মোদী সরকারের নেই বলেও কটাক্ষ করেছিলেন তিনি। রাহুল বলেন, “দেশের অর্থব্যবস্থা সম্পর্কে কোনও ধারণা নেই মোদী ও তাঁর দলের।” এ বার সেই অর্থব্যবস্থার প্রসঙ্গ তুলেই ফের মোদীকে কাঠগড়ায় তুললেন রাহুল।

আরও পড়ুন: পাইলটের সঙ্গে হাত মিলিয়েই কাজ করার বার্তা ‘হতাশ’ গহলৌতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Narendra Modi GDP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE