Advertisement
E-Paper

সীমা-সুইটি-সরস্বতী: ভোটার তালিকায় বিভিন্ন নাম, ছবিতে ব্রাজ়িলের মডেল! ‘ভোটচুরি’ নিয়ে ‘এইচ-বোমা’ রাহুলের

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির। শুধু অভিযোগ তোলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৩৩
Rahul Gandhi claims Brazil model voted 22 times in Haryana

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

কখনও সীমা, কখনও সুইটি, কখনও আবার সরস্বতী! ভোটার তালিকায় ভিন্ন ভিন্ন নাম। তবে সব নামের পাশে এক জনেরই ছবি। কে সেই রহস্যময়ী নারী? কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতার রাহুলের দাবি, ওই ছবি ব্রাজ়িলের এক মডেলের! দিল্লিতে সাংবাদিক সম্মেলনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুললেন তিনি।

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির। শুধু অভিযোগ তোলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি। তাঁর দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজ়িলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত ২২টি ‘ভুয়ো’ ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে ‘জালিয়াতি’ করেছে বিজেপি, অভিযোগ রাহুলের।

কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! এই পরিসংখ্যান তুলে ধরে রাহুলের দাবি, হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। তাঁর কথায়, ‘‘হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে।’’

রাহুলের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই জানত নির্বাচন কমিশন। রাহুলের দাবি, ‘‘কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল।’’ কংগ্রেস নেতার কথায়, ‘‘হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিত ভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো ছবি। এটা কী ভাবে সম্ভব?’’ রাহুলের দাবি, ‘‘হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।’’

রাহুল বেশ কয়েক দিন ধরেই দাবি করছিলেন, তিনি ‘এইচ-বোমা’ ফাটাবেন! কী সেই ‘বোমা’, তা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল। বুধবারের সাংবাদিক সম্মেলনে সেই ‘বোমা’ ফাটালেন রাহুল। অর্থাৎ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরির’ অভিযোগ করলেন তিনি। অতীতে বার বারই বিভিন্ন রাজ্য নিয়ে একই অভিযোগ করেছেন। এ বার হরিয়ানা। রাহুল যে ব্রাজ়িলিয়ান মডেলের কথা বলছেন তাঁর নাম, ম্যাথুজ় ফেরেরো!

রাহুলের দাবি, ওই ‘ব্রাজ়িলিয়ান মডেল’ হরিয়ানার অন্তত ১০টি ভিন্ন বুথে ভোট দিয়েছেন! তবে ভিন্ন নামে। শুধু ওই মডেলের ছবি নয়, রাহুল আরও এক মহিলার কথা বলেছেন। তাঁর দাবি, হরিয়ানার এক বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি সংবলিত ১০০টি ভোটার কার্ড মিলেছে! তিনি উদাহরণ হিসাবে এক মহিলার ছবি দেখান। রাহুল দাবি করেন, দু’টি ভোটকেন্দ্রের ভোটার তালিকায় অন্তত ২২৩ বার রয়েছে। তাঁর অভিযোগ, এই সব কারচুপি আড়াল করতেই কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে।

যদিও নির্বাচন কমিশন রাহুলের দাবি খারিজ করেছে। তারা জানায়, হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও মামলাও হয়নি। পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে মাত্র ২২টি নির্বাচনী আবেদন বিচারাধীন রয়েছে।

Rahul Gandhi Haryana Assembly Election 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy