রায়বরেলীতে উন্নয়নের বৈঠকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়বরেলীর সাংসদ রাহুলের সঙ্গে রাজ্যের উদ্যানপালন মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহের কথা কাটাকাটির সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি (দিশা)-র বৈঠকে অমেঠীর কংগ্রেসি সাংসদ কিশোরীলাল শর্মা, এলাকার বিধায়কেরা এবং বিভিন্ন ব্লকের সভাপতিরা উপস্থিত ছিলেন। দিশার চেয়ারপার্সন কিশোরীলাল শর্মা জানিয়েছেন, উন্নয়নের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ওই বৈঠকে যোগী সরকারের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ আমলাদের সরাসরি প্রশ্ন করতে শুরু করেন। শর্মার দাবি, দিশার বৈঠকে কোনও সদস্যকে কিছু বলতে হলে চেয়ারপার্সনের অনুমতি নিতে হয়। লোকসভায় যেমন স্পিকারের অনুমতি নিয়েই সাংসদদের কথা বলতে হয়। কিন্তু সে দিনের বৈঠকে উত্তরপ্রদেশের মন্ত্রী সেই নিয়মের তোয়াক্কা না করায় বিতর্কের সৃষ্টি হয়। সেই সময় রাজ্যের মন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর কথাকাটাকাটি শুরু হয়।
রায়বরেলীর এক সময়ের কংগ্রেস নেতা দীনেশ প্রতাপ সিংহ বর্তমানে উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য ও উদ্যানপালন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বিহারে কংগ্রেসের সভা থেকে নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশে কু-মন্তব্যের প্রসঙ্গ নিয়ে তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বিক্ষোভও দেখান। এর সঙ্গেই জুড়েছে গত ১১ সেপ্টেম্বরে আয়োজিত দিশা বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রসঙ্গ। দীনেশ অভিযোগ করছেন, রাহুল গান্ধী দিশার বৈঠককে ‘জমিদারি ভাবছেন’ বলেই তাঁর সঙ্গে সংঘাত হয়েছে। তাঁর দাবি, রায়বরেলীর উন্নয়নের প্রশ্নে তিনি রাহুলকে সমর্থন করেন। তবে দিশার মঞ্চকে দলীয় রাজনীতির স্বার্থে ব্যবহার করা হলে তা মেনে নেবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)