Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সম্মেলনেই রাহুল, টুইটে প্রমাণ

কংগ্রেসের বিবৃতিকে মিথ্যে আখ্যা দিয়ে কয়েক দিন আগেও বিজেপি অভিযোগ করেছিল, আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আমেরিকা যাননি রাহুল গাঁধী। ফের ছুটি কাটাতে গিয়েছেন।

অ্যাসপেনের সম্মেলনে রাহুল গাঁধী। ছবি: টুইটার।

অ্যাসপেনের সম্মেলনে রাহুল গাঁধী। ছবি: টুইটার।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৯
Share: Save:

কংগ্রেসের বিবৃতিকে মিথ্যে আখ্যা দিয়ে কয়েক দিন আগেও বিজেপি অভিযোগ করেছিল, আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আমেরিকা যাননি রাহুল গাঁধী। ফের ছুটি কাটাতে গিয়েছেন।

কিন্তু সেই অভিযোগ যে ঠিক নয়, তার প্রমাণ দিতে আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে দিলেন রাহুল। প্রথমে ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন রাহুলের সফরসঙ্গী প্রাক্তন টেলিকম প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা। ছবিতে অ্যাসপেনের সম্মেলনে রাহুলের পাশে প্রাক্তন ব্রিটিশ বিদেশসচিব ডেভিড মিলিব্যান্ড ও আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসন। পরে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি (উপরে) পোস্ট করেন রাহুল। দেখা যাচ্ছে মন দিয়ে আলোচনা শুনছেন তিনি।

গত সোমবার প্রথমে লন্ডন, সেখান থেকে আমেরিকা পাড়ি দেন রাহুল। এই সফরের খবর প্রকাশিত হওয়া মাত্র জল্পনা শুরু হয়, রাহুল ফের ছুটি কাটাতে গিয়েছেন। মঙ্গলবার রাতে কংগ্রেস বিবৃতি দিয়ে জানায়, অ্যাসপেনের এক সম্মেলনে যোগ দিতেই রাহুলের মার্কিন সফর।

কিন্তু বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, অ্যাসপেনের সম্মেলন জুলাইতেই হয়ে গিয়েছে। কংগ্রেস মিথ্যে বলছে। এমনকী, বিজেপি নেতারা এ-ও কটাক্ষ করেন যে, বিহারের নির্বাচন থেকে রাহুলকে দূরে রাখার জন্যই লালু-নীতীশ তাঁকে বিদেশে গিয়ে কয়েক দিন গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন। কংগ্রেস তখন কিছু বলেনি। আজ রাহুলের ছবি প্রকাশের পরে কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মা বলেন, ‘‘রাহুল গাঁধী কবে কোথায় যাচ্ছেন, মোদী-অমিত শাহকে বলে যেতে হবে নাকি?’’ বিজেপি মুখপাত্র এম জে আকবরের দাবি, ‘‘সম্মেলন দু’দিনের। বারো দিন ধরে আমেরিকায় কী করছেন রাহুল? সম্মেলনের ছুতোয় ছুটি কাটাচ্ছেন কংগ্রেসের বিগড়ে যাওয়া ছেলে!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Aspen Twitter Ciongress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE