Advertisement
E-Paper

দিল্লির ‘জল’ ভাল নয়! তৃণমূল সাংসদদের বৈঠকে সতর্কবার্তা অভিষেকের, নীলবাড়ির লড়াই শুরুর আগে তিন দফা নির্দেশ

দেশের বাইরে থাকার কারণে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেননি অভিষেক। দিল্লি পৌঁছেই বুধবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন। আলাদা ভাবে কথা বলেছেন সায়নী ঘোষের সঙ্গে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯
TMC general secretary Abhishek Banerjee meets party MPs in Delhi, give three instructions

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নজরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। দেশে ফেরার পরদিনই দিল্লিতে তৃণমূল সাংসদদের ‘আচরণবিধি’ স্মরণ করিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন সতর্কবার্তা-সহ তিন দফা নির্দেশিকাও।

তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে বুধবার বৈঠক করলেন অভিষেক। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ওই বৈঠকে সংসদীয় দলের অন্দরের কিছু সমস্যা এবং কয়েক জন সাংসদের কিছু গতিবিধির দিকে অঙ্গুলিনির্দেশ করেন তিনি। জোর দেন সমন্বয় বাড়ানোর বিষয়ে। তৃণমূল সূত্র জানাচ্ছে, বৈঠকে তিনটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক।

ওই সূত্রের দাবি, সাংসদদের উদ্দেশে অভিষেক বলেছেন— দিল্লির ‘জল’ ভাল নয়। তাই অধিবেশন শেষ হলে নিজের বাসস্থানে চলে গিয়ে পড়াশোনা বা দলের কাজ করা উচিত। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে তিনি ‘পার্টির’ কাজটাই মন দিয়ে করতে বলেছেন সাংসদদের। তৃণমূলের একাধিক সাংসদ সম্পর্কে দিল্লিতে ‘নৈশ পার্টি’ সংক্রান্ত কিছু কথাবার্তা সামনে আসছিল বলে দলের অন্দরের খবর। সে কারণেই অভিষেকের ওই সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দেন, সামনেই রাজ্যে বিধানসভা ভোট।

কয়েক দিন দেশের বাইরে থাকার কারণে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেননি ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূলের একটি অংশ মনে করছে, সংসদীয় দলের অন্দরে সম্প্রতি সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সে কারণেও বুধবারের বৈঠক। সেখানে সাংসদদের উদ্দেশে তৃণমূলের সাধারণ সম্পাদকের দ্বিতীয় নির্দেশ— কোনও অবস্থাতেই কোনও সাংসদ যেন দলকে না-জানিয়ে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না-করেন।

সম্প্রতি তৃণমূলের কয়েক জন সাংসদের বিরুদ্ধে দলকে অন্ধকারে রেখে রেলমন্ত্রী-সহ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছিল বলে দলের একটি সূত্র জানিয়েছে। সে কারণেই অভিষেকের এই নির্দেশ বলে তাঁদের দাবি। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেকের তৃতীয় নির্দেশের নিশানায় ছিলেন তাঁরই কক্ষের দলীয় সাংসদেরা। দলের ওই সূত্র জানাচ্ছে, বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেন— লোকসভায় কয়েক জন সাংসদ এসে সই করেন, কিন্তু সংসদে থাকেন না। অভিষেক বলেন, ‘‘এটা স্কুল বা কলেজ নয়, যে প্রক্সি দেবেন। যে দিন ধরা পড়বেন, কেউ বাঁচাতে পারবে না।’’ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে ছোটখাটো বিষয়কেও বিজেপি প্রচারের হাতিয়ার করতে পারে বলে জানিয়ে সাংসদদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বৈঠক শেষ হওয়ার পরে আলাদা ভাবে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে কথা বলেন অভিষেক।

Abhishek Banerjee Tmc Leader TMC winter session of parliament TMC MP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy