‘‘সব থেকে বড় সমস্যা কী জানেন?’’
নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসিদের ‘ভাগিদারি ন্যায় সম্মেলন’-এ রাহুল গান্ধীর এই প্রশ্ন শুনে সামনের সারিতে থাকা কয়েক জন কংগ্রেস কর্মী উত্তর দিলেন— ‘নরেন্দ্র মোদী’। রাহুল তার জবাবে বললেন, ‘‘নরেন্দ্র মোদী কোনও বড় সমস্যা নন। ওটা আপনাদের মাথায় ঢুকে রয়েছে। সংবাদমাধ্যম বেলুন ফুলিয়ে রেখেছে।’’ তিনি নিজে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেই এ কথা টের পেয়েছেন বলে দাবি করে আজ রাহুল কংগ্রেসের নেতা-কর্মীদের বলেছেন, ‘‘আগে আমার সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়নি। কিন্তু ইতিমধ্যে দু’তিন বার দেখা হয়েছে। ওঁর ঘরে বসে কথা হয়েছে।’’ হাসতে হাসতে রাহুলের মন্তব্য, ‘‘কিছু নেই ওঁর ভিতরে। শুধুই শো (দেখনদারি)। দম নেই।’’
জনসংখ্যায় ওবিসি-দের ভাগ কত, তা জানতে রাহুল জাতগণনার দাবি তুলেছিলেন। মোদী সরকার তা মেনে নেওয়ার পরে লোকসভার বিরোধী দলনেতা এখন দাবি তুলেছেন, কংগ্রেস-শাসিত তেলঙ্গানার মতো আর্থ-সামাজিক জাতগণনা করানো হোক ও ৫০% সংরক্ষণের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক। আজ কংগ্রেসের ওবিসি নেতাদের নিয়ে রাজধানীতে সম্মেলনে রাহুল বলেছেন, তিনি অতীতে ওবিসি-দের স্বার্থরক্ষা করতে পারেননি। কারণ প্রথম দিকে তিনি ওবিসি-দের সমস্যা বুঝতে পারেননি।
রাহুল বলেন, ‘‘আমি ২০০৪ থেকে রাজনীতি করছি। পিছন ফিরে তাকালে, জমি অধিগ্রহণ বিল, একশো দিনের কাজ, খাদ্য-সুরক্ষা, জনজাতি বিলে কাজ করেছি। জনজাতি, দলিত, সংখ্যালঘু, মহিলাদের সমস্যা খতিয়ে দেখেছি। কিন্তু ওবিসি সমস্যার জটিলতা প্রথমে বুঝতে পারিনি।’’ কালই রাহুল বলেন, কংগ্রেস ওবিসি-দের সমস্যা বুঝতে দেরি করেছিল। আজ তিনি মেনে নেন, এ ক্ষেত্রে তাঁর নিজেরও গাফিলতি ছিল। প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুলের প্রশ্ন, নরেন্দ্র মোদী হিন্দু রাষ্ট্রের কথা বলেন। হিন্দুদের ৫০ শতাংশ ওবিসি। তা হলে গুরুত্বপূর্ণ পদে ওবিসি-রা নেই কেন? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের কটাক্ষ, মোদী বণিক সম্প্রদায়ের হলেও মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজের সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিলেন। এখন প্রধানমন্ত্রী হয়ে বণিকদেরই স্বার্থ রক্ষা করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)