Advertisement
০১ মে ২০২৪

‘প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ চাপে রয়েছেন!’

চিনের সঙ্গে বৈঠকে পূর্বনির্ধারিত কোনও আলোচ্যসূচি থাকবে না— এই বিষয়টি নিয়ে ঘোরতর আপত্তি তুলেছেন কংগ্রেস সভাপতি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৩:০৫
Share: Save:

প্রথমে টুইটারে, পরে কর্নাটকের নির্বাচনী জনসভায়। মোদীর ‘ঘরোয়া’ চিন সফরকে নিয়ে রাজনৈতিক আক্রমণ শানালেন রাহুল গাঁধী। ভারত যে কার্যত ভয় পেয়ে চিনের দ্বারস্থ হয়েছে— এ কথাই আজ তুলে ধরতে চেয়েছেন রাহুল। চিনে যখন প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, তখন রাহুল টুইট করে বেশ বিদ্রুপের স্বরেই বলেন— ‘‘প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ চাপে রয়েছেন!’’

চিনের সঙ্গে বৈঠকে পূর্বনির্ধারিত কোনও আলোচ্যসূচি থাকবে না— এই বিষয়টি নিয়ে ঘোরতর আপত্তি তুলেছেন কংগ্রেস সভাপতি। বলেছেন, ‘‘দ্রুত আপনাকে মনে করিয়ে দিতে চাই ডোকলাম এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর — এই দু’টি বিষয় নিয়েই ভারত আপনার কাছে জানতে চায়।’’ পরে কর্নাটকের বান্তালে একটি জনসভায় মোদীর চিন সফর নিয়ে আরও স্বর চড়িয়েছেন রাহুল। বলেছেন, ‘‘ডোকলামে চিনা সেনা বসে রয়েছে অথচ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সে দেশে গিয়ে একটি কথাও বলবেন না।’’ এখানেই না থেমে রাহুলের বক্তব্য, ‘‘জানি না ওঁর ৫৬ ইঞ্চি ছাতির কী হল! গুজরাতে নদীর ধারে চিনা প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুললেন। এ দিকে দেশের সীমান্তে চিনা সেনা পৌঁছে গেল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE