Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

গুজরাতে রাহুল গাঁধীর গাড়ির উপর হামলা

গুজরাতের বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে একটি হল বনসকণ্ঠ। যা কংগ্রেসের দখলে। কিন্তু বন্যার পর কোনও কংগ্রেস নেতা সেখানে দুর্গতদের দেখতে আসেননি বলে অভিযোগ।

রাহুলের সেই গাড়ি। ছবি: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টুইটার থেকে নেওয়া।

রাহুলের সেই গাড়ি। ছবি: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৮:১০
Share: Save:

গুজরাতের বন্যাকবলিত বনসকণ্ঠে গিয়ে হামলার মুখে পড়লেন কংগ্রসের সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে হামলাকারীরা। এই ঘটনায় রাহুলের কিছু না হলেও আহত হয়েছেন তাঁর দেহরক্ষী।

আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের বৈঠক নিয়ে সুষমার তোপ

রাহুলের উপর হামলার তীবের নিন্দা করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সাঙভি। নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁর মন্তব্য, “এটা মারাত্মক হামলা। তারা ভেবেছে এ ভাবে হিংসার সৃষ্টি করে বিরোধীদের মুখ বন্ধ করবে?” শুক্রবারের এই হামলায় রাহুলের গাড়ির কাচ সস্পূর্ণ ভেঙে গিয়েছে বলে জানান সাঙভি। গাডির সামনের আসনে বসে ছিলেন রাহুল। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার পরই হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: নীতীশের ‘সুবিধাবাদ’, সরব রাহুল, অখিলেশ

যদিও এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “জানি না আদৌ হামলা হয়েছে কিনা।” সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গুজরাতের বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে একটি হল বনসকণ্ঠ। যা কংগ্রেসের দখলে। কিন্তু বন্যার পর কোনও কংগ্রেস নেতা সেখানে দুর্গতদের দেখতে আসেননি বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE