E-Paper

রোজগার মেলা: রাহুলের নিশানায় নীতীশ-বিজেপি

পটনার আগে বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামেও রোজগার মেলার আয়োজন করেছিল কংগ্রেস। উভয় ক্ষেত্রেই বিপুল জনসমাবেশ হয়েছে বলে দাবি কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ০৭:১৭
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

বিহারের আসন্ন ভোটযুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া মঞ্চের অন্যতম অস্ত্র বেকারিত্ব। গত কালই পটনায় মহা রোজগার মেলার আয়োজন করে বার্তা দিয়েছিল কংগ্রেস। আর আজ তারই সূত্র ধরে নীতীশ কুমার সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহারোজগার মেলায় হওয়া ভিড়কে তুলে ধরে রাহুলের বক্তব্য, ‘‘এটা নিছক জনসমাবেশ নয়, একটি বার্তাও বটে। বিহারের যুবাশক্তি ফাঁকা বক্তৃতা নয়, কাজ চাইছে।’’ রাহুলের কথায়, ‘‘বিজেপি এবং নীতীশ সরকার যে ভাবে বিহারকে বেকারিত্বের আগুনে ঠেলে দিয়েছে, সেখানে লাখ লাখ যুবা পেটের দানাপানির জন্য রাজ্য ছাড়ছেন। নিজেদের গ্রাম, পরিবার ছাড়ছেন। সব পিছনে ফেলে অন্য রাজ্যে যাচ্ছেন।’’

পটনার আগে বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামেও রোজগার মেলার আয়োজন করেছিল কংগ্রেস। উভয় ক্ষেত্রেই বিপুল জনসমাবেশ হয়েছে বলে দাবি কংগ্রেসের। রাহুলের কথায়, ‘‘বিহারের যুবাশক্তি কঠোর পরিশ্রমী, দক্ষ এবং সম্ভাবনাময়। তাদের যেটা প্রয়োজন সেটি হল স্থানীয় সম্মানজনক কর্মসংস্থান।’’ রাজ্যে বদল আসতে চলেছে বলে দাবি রাহুলের। তাঁর মতে, ‘‘কংগ্রেস এবং ইন্ডিয়া জোট হাতে গরম সমাধান দিচ্ছে, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়।’’ ইন্ডিয়া জোটের আগামী লক্ষ্য যে স্পষ্ট সে কথা তুলে ধরে কংগ্রেস নেতার বক্তব্য, ‘‘প্রত্যেকটি যুবকের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ এবং চাকরির অধিকার রয়েছে। রাজ্য ছেড়ে যাওয়া বন্ধ হোক। প্রতিটি পরিবার যেন একত্রে থাকতে পারে।’’

অন্য দিকে যুব কংগ্রেস এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেছে, ‘‘রোজগার মেলায় অংশগ্রহণ রাজ্যের বেকার সমস্যার গুরুত্বকেই তুলে ধরছে। জয়পুর এবং দিল্লির পরে, এটি আমাদের আর একটি প্রয়াস যাতে যোগ্য যুবকেরা কর্মসংস্থান মেলার মাধ্যমে চাকরির সুযোগ পেতে পারে।’’

ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্প্রতি জনকল্যাণ এবং কর্মসংস্থানের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। শুক্রবার নীতীশ বলেছেন যে বিহার জুড়ে বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে সরকার জনগণের সুবিধার্থে ৪৩০টি নতুন প্রকল্পের জন্য ৫০,০০০ কোটি টাকা অনুমোদন করেছে। তাঁর কথায়, ‘‘পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ ছিল না। এমনকি পটনায়ও মাত্র আট ঘণ্টা বিদ্যুৎ থাকত। আমরা সব কিছু সঠিক ভাবে পরিচালনা করেছি। গ্রাহকদের বিদ্যুৎ বিল বাবদ অনেক টাকা দিতে হত। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিনা মূল্যে ১২৫ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করার।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মতিহারিতে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Gandhi Congress BJP PM Narendra Modi Rozgar Mela Unemployment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy