E-Paper

দলিতদের পাশে, রাহুল যাবেন পূরণ-হরিওমের বাড়ি

শুক্রবার রাতেই বিদেশ সফর সেরে দিল্লিতে ফিরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১০:৩৭
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

বিহারের বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপিকে দলিত-বিরোধী বলে কাঠগড়ায় তুলতে চাইছেন রাহুল গান্ধী। এই লক্ষ্যে তিনি হরিয়ানার আত্মঘাতী দলিত আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমার এবং রায়বরেলীতে গণপিটুনিতে নিহত হরিওম বাল্মীকির বাড়িতে যাবেন।

শুক্রবার রাতেই বিদেশ সফর সেরে দিল্লিতে ফিরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, তার পরেই তাঁর হরিয়ানা ও রায়বরেলী যাওয়ার সফরসূচি চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। আজ কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধী পূরণ কুমারের স্ত্রী অমনীত পি কুমারকে চিঠি লিখে পাশে থাকার বার্তা দিয়েছেন।

বিজেপি শাসিত হরিয়ানায় পুলিশ-প্রশাসনে জাতি বৈষম্যের অভিযোগ তুলে আত্মঘাতী হন এডিজি ওয়াই পূরণ কুমার। সুইসাইড নোটে তাঁর অভিযোগ, দলিত বলে তাঁকে পেশাগত ভাবে বৈষম্য ও হেনস্থার স্বীকার হতে হয়েছে। তাঁকে থানায় মন্দিরে যেতে বাধা দেওয়া হয়েছিল। কংগ্রেস এই ঘটনায় সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের রায়বরেলীতে দলিত ব্যক্তি হরিওম বাল্মীকির গণপিটুনিতে হত্যা এবং সুপ্রিম কোর্টের দলিত প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনাকে এক সুতোয় বাঁধতে চাইছে। প্রধান বিচারপতি গাভাইয়ের বিরুদ্ধে ‘সনাতনের অপমান’-এর অভিযোগ তুলে রাকেশ কিশোর নামে এক আইনজীবী জুতো ছুড়েছিলেন। রাহুলের যুক্তি, ‘‘রায়বরেলীতে হরিওম বাল্মীকির হত্যা, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অপমান ও পূরণ কুমারের আত্মহত্যা—এই সব ঘটনা বলে যে বঞ্চিতদের উপর অন্যায় চরমে পৌঁছেছে। বিজেপি-আরএসএসের মনুবাদী ভাবনা সমাজে বিষ ভরে দিয়েছে।’’ আজ কংগ্রেস দিল্লিতে আরএসএস দফতরের সামনে এ নিয়ে বিক্ষোভও দেখিয়েছে।

বিহারে ভোটের আগে এই ঘটনায় দলিত-ভোট নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি। হরিয়ানায় পূরণ কুমার মূলত রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিংহ কপূর ও রোহতকের এসপি নরেন্দ্র বিজরনিয়ার দিকে তাঁর ‘সুইসাইড নোট’-এ আঙুল তুলেছিলেন। আজ রোহতকের এসপি-কে তাঁর পদ থেকে সরানো হলেও শত্রুজিতের বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। এফআইআর-এ কেন তাঁদের নাম নেই, তা নিয়েই প্রশ্ন তুলেছেন পূরণের স্ত্রী অমনীত। যিনি নিজেও হরিয়ানার আইএএস অফিসার। পূরণের মৃত্যুর সময় তিনি মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনির সঙ্গে জাপান সফরে ছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজে ডিজি-র বিরুদ্ধে পদক্ষেপ করতে চাইলেও হরিয়ানার এক বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী তাতে বাধা দিচ্ছেন। কারণ, ডিজি ওই মন্ত্রীর ঘনিষ্ঠ। এ দিকে পূরণের পরিবার তাঁর মৃতদেহের ময়নাতদন্তে এখনও সম্মতি না দেওয়ায় রাজ্য পুলিশ বিপাকে পড়েছে। রাহুলের সফরের আগে কংগ্রেসের চরণজিৎ সিংহ চন্নী, দীপেন্দর হুডা, রণদীপ সিংহ সুরজেওয়ালারা পূরণের বাড়িতে গিয়েছেন। পঞ্জাবের আপ-সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও আজ পূরণের বাড়িতে গিয়েছিলেন। পঞ্জাবের তফসিলি জাতি কমিশন হরিয়ানার ডিজি-কে এই ঘটনায় সমন পাঠিয়েছে।

উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই আজ বাল্মীকির বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ কংগ্রেস নেতাদের গ্রেফতার করে। রাইয়ের অভিযোগ, ‘‘হরিওম দলিত ছিলেন বলেই বিজেপি নেতারা তাঁকে হত্যা করেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Gandhi Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy