বিহারে যখন নির্বাচন হচ্ছে, রাহুল গাঁধী তখন সিমলায় প্রিয়ঙ্কার বাড়িতে পিকনিক করছেন! মহাগঠবন্ধনের হার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে এ ভাবেই তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দল(আরজেডি)-এর নেতা শিবানন্দ তিওয়ারি।
বিহার নির্বাচনে এনডিএ জোট পেয়েছে ১২৫টি আসন। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি। তার মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবানন্দের অভিযোগ, একটা দল চালাতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। কিন্তু বিহার নির্বাচনে যে ভূমিকায় রাহুল গাঁধীকে দেখা গেল, তা মোটেই কাম্য নয়। এর পরই তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘এ ভাবে কি কোনও দল চালানো সম্ভব?’
আরজেডি ৭৫টি আসন পেয়ে প্রথম দল হিসেবে উঠে এসেছে বিহারে। তার পরই ৭৪টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। কংগ্রেস যদি এই নির্বাচনে আরও গুরুত্ব দিয়ে লড়াই করত, তা হলে আজ বিহারে মহাগঠবন্ধনেরই সরকার হত বলে মনে করেন শিবানন্দ। কিন্তু কংগ্রেস মহাগঠবন্ধনের ‘পায়ের বেড়ি’ হয়ে দাঁড়াল বলেই অভিযোগ আরজেডি নেতার।