Advertisement
২০ এপ্রিল ২০২৪

দেশীয় ‘১৮’ ট্রেন বিদেশে বিক্রি করতে চাইছে রেল

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন ‘সেট ১৮’-এর  সাফল্যে উৎসাহিত রেল এ বার বিদেশের বাজার ধরতে সক্রিয়। 

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০৩:৫৬
Share: Save:

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন ‘সেট ১৮’-এর সাফল্যে উৎসাহিত রেল এ বার বিদেশের বাজার ধরতে সক্রিয়।

সম্প্রতি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ কারখানায় আধুনিক প্রযুক্তির ট্রেন সেট বানাতে সক্ষম হন ভারতীয় প্রযুক্তিবিদেরা। গড়ে ঘন্টায় ১১৫-১৩০ কিলোমিটার গতিতে ছুটে চলা ওই ট্রেন সাফল্যের সঙ্গে ট্রায়াল রান শেষ করে। তার পরেই ওই ট্রেন বিদেশে বিক্রি করা যায় কি না, তা খতিয়ে দেখা শুরু করেছে রেল।

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একাধিক দেশ এই মুহূর্তে ভারত থেকে ট্রেন বা যন্ত্রাংশ কিনে থাকে। কিন্তু ভারতের মতো বহু দেশেই সেমি হাই স্পিড ট্রেনের দাবি রয়েছে। সেই দাবি পূরণে ভারতের বাজি হতে চলেছে ট্রেন-১৮। সম্পূর্ণ বৈদ্যুতিক, আধুনিক পরিষেবা সম্বলিত ওই ট্রেন বানাতে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে প্রায় ৩০ শতাংশ খরচও কম হয়েছে বলে দাবি রেলের। মন্ত্রকের মতে, এর ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে উন্নত মানের ট্রেন বিক্রি করা সম্ভব হবে।

প্রাথমিক ভাবে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ ওই ট্রেন বিক্রির ভাল বাজার হতে পারে বলেই মত রেল কর্তাদের। যথেষ্ট সংখ্যক ট্রেন সেট ফি বছর বিক্রি করতে পারলে রেলের আর্থিক সমস্যাও অনেকটাই মেটানো যাবে বলে আশা করছে রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Railway Service Technology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE