Advertisement
১৯ মে ২০২৪

রেলে প্রথম গ্রিন করিডর

পশ্চিম রেলের ১৭৫ কিলোমিটার লাইনকে ‘গ্রিন করিডর’ ঘোষণা করা হল আজ। ওখাথেকে কানালুস ১৪১ কিলোমিটার এবং পোরবন্দর থেকে ওয়ানসাজলিয়া ৩৪ কিলোমিটার— এই পথে মোট ২৯টি দূরপাল্লার ট্রেন চলে।

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০২:০৬
Share: Save:

পশ্চিম রেলের ১৭৫ কিলোমিটার লাইনকে ‘গ্রিন করিডর’ ঘোষণা করা হল আজ। ওখাথেকে কানালুস ১৪১ কিলোমিটার এবং পোরবন্দর থেকে ওয়ানসাজলিয়া ৩৪ কিলোমিটার— এই পথে মোট ২৯টি দূরপাল্লার ট্রেন চলে। এই ট্রেনগুলির মোট ৭০০টি কোচে বায়ো-টয়লেট বসানোয় ট্রেনের বর্জ্য আর লাইনে পড়বে না। ফলে ঠেকানো যাবে দূষণ, বাড়বে লাইনের আয়ুও। এই ‘গ্রিন করিডর’-কে দীপাবলির উপহার হিসেবে ঘোষণা করে রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘‘দক্ষিণের কিছু লাইনে আগেই গ্রিন টয়লেট বসেছিল। এ বার গোটা একটি করিডরকে বর্জ্যশূন্য করতে সক্ষম হল রেল।’’ মন্ত্রকের পরের লক্ষ্য, আগামী মার্চের মধ্যে জম্মু-কাটরা লাইনকে বর্জ্যমুক্ত করে ফেলা। প্রভুর দাবি, ২০১৯-এর মধ্যে দেশের সব ট্রেনের কোচে বায়ো-টয়লেট বসানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Railways Green Corridor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE