Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

রাজস্থানে ভোটদানের সচেতনতা বাড়াতে করণ- অর্জুনের সংলাপ

মেরে করণ অর্জুন জরুর আয়েঙ্গে/ ভোট দেনে তো জরুর আয়েঙ্গে।

সংবাদ সংস্থা
২৩ নভেম্বর ২০১৮ ১৪:০০
Save
Something isn't right! Please refresh.
ছবি রাজস্থান পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত

ছবি রাজস্থান পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত

Popup Close

খাতায় কলমে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ। কিন্তু নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে জনগণের একটি বড় অংশের উদাসীনতা ও অসচেতনার বিষয়টিও উড়িয়ে দেওয়ার মতো নয়। আগামী বিধানসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে তাইচেষ্টার খামতি রাখছে নারাজস্থান পুলিশ। এবার নব্বই দশকের জনপ্রিয় ছবি ‘করণ অর্জুন’-এর একটি বিখ্যাত সংলাপকে ব্যবহার করল তারা।

শাহরুখ খান ও সলমন খান অভিনীত 'করণ অর্জুন' ছবিতে রাখি গুলজারের কণ্ঠে বিখ্যাত সেই সংলাপটি হল-‘‘মেরে বেটে আয়েঙ্গে, মেরে করণ অর্জুন আয়েঙ্গে।’’ সেই সংলাপের অনুকরণে একটি মিম বানিয়েছে রাজস্থান পুলিশ।

ওই মিমে রাখি গুলজার বলছেন, ‘‘মেরে করণ অর্জুন জরুর আয়েঙ্গে/ ভোট দেনে তো জরুর আয়েঙ্গে।’’ বাংলায় ব্যাপারটা দাঁড়াবে অনেকটা এরকম- আমার করণ অর্জুন নিশ্চয় আসবে/ ভোট দিতে তো অবশ্যই আসবে। মিমের নীচে শাহরুখ-সলমন হেসে একসঙ্গে বলছেন, ‘‘দো ভোট।’’

Advertisement


আরও পড়ুন: সিগনেচার ব্রিজে বাইক স্টান্টের সময় সেলফি! মৃত দুই যুবক

এই মিমে রাজস্থানের ভোটারদের ছবির মুখ্য দুই চরিত্র করণ ও অর্জুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং ভোটারদের ঘুষ ও প্রলোভনে পা না দিয়ে, স্বতস্ফূর্তভাবে ৭ ডিসেম্বর ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার মিমটি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে রাজস্থান পুলিশ। ট্যাগ করা হয়েছে শাহরুখ খানকেও।

আরও পড়ুন: ‘আমি মারা গেলে এদের উপরে রাগ কোরো না’, বাবা-মাকে লেখা জনের শেষ চিঠি

এর আগে দীপিকা পাড়ুকোনের ডেবিউ ছবি 'ওম শান্তি ওম'-এর একটি বিখ্যাত সংলাপকেও ভোট প্রচারের কাজে ব্যবহার করেছিল রাজস্থান পুলিশের সোশ্যাল মিডিয়া টিম।সেখানে তারা বলেছিল, "এক চুটকি সিন্দুর অউর ভোট, দোনো কি কিমত জানতে হ্যায় হম।"


(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)Something isn't right! Please refresh.

Advertisement