খাতায় কলমে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ। কিন্তু নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে জনগণের একটি বড় অংশের উদাসীনতা ও অসচেতনার বিষয়টিও উড়িয়ে দেওয়ার মতো নয়। আগামী বিধানসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে তাইচেষ্টার খামতি রাখছে নারাজস্থান পুলিশ। এবার নব্বই দশকের জনপ্রিয় ছবি ‘করণ অর্জুন’-এর একটি বিখ্যাত সংলাপকে ব্যবহার করল তারা।
শাহরুখ খান ও সলমন খান অভিনীত 'করণ অর্জুন' ছবিতে রাখি গুলজারের কণ্ঠে বিখ্যাত সেই সংলাপটি হল-‘‘মেরে বেটে আয়েঙ্গে, মেরে করণ অর্জুন আয়েঙ্গে।’’ সেই সংলাপের অনুকরণে একটি মিম বানিয়েছে রাজস্থান পুলিশ।
ওই মিমে রাখি গুলজার বলছেন, ‘‘মেরে করণ অর্জুন জরুর আয়েঙ্গে/ ভোট দেনে তো জরুর আয়েঙ্গে।’’ বাংলায় ব্যাপারটা দাঁড়াবে অনেকটা এরকম- আমার করণ অর্জুন নিশ্চয় আসবে/ ভোট দিতে তো অবশ্যই আসবে। মিমের নীচে শাহরুখ-সলমন হেসে একসঙ্গে বলছেন, ‘‘দো ভোট।’’