Advertisement
০৫ মে ২০২৪

পানাগড়িয়ার শূন্য পদে রাজীব

গত ফেব্রুয়ারিতেই রাজীবকে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের অন্যতম ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্র। এই সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে রাজীব লিখেছিলেন, ‘‘গত লোকসভা ভোটে বিপুল জিতে কার্যত দু’দফায় প্রধানমন্ত্রী থাকার জনাদেশ নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। প্রথম দফায় প্রশাসনিক সংস্কারের কাজ শুরু করলে দ্বিতীয় দফায় গিয়ে মোদীর ‘ভিশন ২০২২’-এর লক্ষ্য পূরণ হতে পারে।’’

রাজীব কুমার। —ফাইল চিত্র।

রাজীব কুমার। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৪:০৮
Share: Save:

নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ হচ্ছেন রাজীব কুমার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা সেরে আসা এই অর্থনীতিবিদ বর্তমানে সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো। এর আগে তিনি বণিকসভা ফিকি-র মহাসচিব, সিআইআই-এর মুখ্য অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এশীয় উন্নয়ন ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অরবিন্দ পানাগড়িয়া নীতি আয়োগের উপাধ্যক্ষের পদ ছেড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজীবকে ওই পদে আনতে চলেছে মোদী সরকার।

গত ফেব্রুয়ারিতেই রাজীবকে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের অন্যতম ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্র। এই সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে রাজীব লিখেছিলেন, ‘‘গত লোকসভা ভোটে বিপুল জিতে কার্যত দু’দফায় প্রধানমন্ত্রী থাকার জনাদেশ নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। প্রথম দফায় প্রশাসনিক সংস্কারের কাজ শুরু করলে দ্বিতীয় দফায় গিয়ে মোদীর ‘ভিশন ২০২২’-এর লক্ষ্য পূরণ হতে পারে।’’ এ বার রাজীবের কাঁধেই সেই সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ভার। সম্প্রতি হুরিয়ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন রাজীব। উন্নয়নের স্বার্থে অতীতে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য ভেঙে ছোট ছোট রাজ্য তৈরির পক্ষে সওয়াল করেছেন। ১ সেপ্টেম্বর থেকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা। রাজীবের পাশাপাশি আজ এইমস-এর শিশু চিকিৎসক বিনোদ পলকেও নীতি আয়োগের সদস্য হিসেবে নিয়োগ করেছে মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE