Advertisement
১১ মে ২০২৪
Rajkot

রাজপরিবারে কোটি কোটির সম্পত্তি নিয়ে বিবাদ! প্রাসাদ ছেড়ে রাজকোট–মামলা আদালতে

অম্বালিকাদেবীর আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলকে অন্ধকারে রেখে সমস্ত সম্পত্তি দখলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজকোটের রাজপরিবারে সম্পত্তি বিবাদ

রাজকোটের রাজপরিবারে সম্পত্তি বিবাদ ছবি টুইটার থেকে নেওয়া

সংবাদ সংস্থা
রাজকোট শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৭:২৮
Share: Save:

রাজকোট রাজ পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ পৌঁছল আদালতে। রাজ পরিবারের ১৭তম রাজা মান্ধাতাসিন জাডেজার বোন অম্বালিকাদেবী রাজ পরিবারের সম্পত্তির দলিলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে।

৪০০ বছরের রাজকোট রাজপরিবারের ১৭তম রাজা মান্ধাতাসিন জাডেজা। তাঁর বোন অম্বালিকাদেবী বর্তমানে মধ্যপ্রদেশের ঝাঁসিতে থাকেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে বাবার মৃত্যুর পর তিনি রাজকোটে গিয়েছিলেন। তখন ভাই মান্ধাতাসিন তাঁকে অন্ধকারে রেখে একটি দলিলে সই করান। তাতে রাজ পরিবারের সম্পত্তিতে অম্বালিকাদেবী সমস্ত অধিকার পরিত্যাগ করছেন, এমন লেখা ছিল। রাজকোটের নগর দায়রা আদালতের কাছে তাঁর আইনজীবীর আবেদন, ওই দলিল খারিজ বা তামাদি ঘোষণা করুন বিচারক। অম্বালিকাদেবীর আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলকে অন্ধকারে রেখে সমস্ত সম্পত্তি দখলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

মান্ধাতাসিন জাডেজার আইনজীবী সওয়াল করেন, উইল অনুযায়ী ২০১৯ সালেই তাঁর মক্কেলের বোনকে দেড় কোটি টাকা দেওয়া হয়েছে। সেই সময় অম্বালিকাদেবীর স্বামী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

২০২০ সালে রাজকোটের ১৭তম রাজা হন। একটি হেরিটেজ হোটেল চেন চালান তিনি। তাঁর বাবা মনোহরসিন জাডেজা ছিলেন ৫ বারের কংগ্রেস বিধায়ক এবং গুজরাতের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এ বার সেই পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গোলমালে জড়ালেন ভাই-বোন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajkot Royal Family Property Dispute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE