বাজেট অধিবেশন ও বাদল অধিবেশনের মাঝখানে ঘটে গিয়েছে ‘অপারেশন সিঁদুর’। আসন্ন বাদল অধিবেশনে এ নিয়ে সরকার কী বিবৃতি দেবে, তা স্থির করতে আজ সেনাবাহিনীর শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাজনাথের বাড়িতে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ এবং নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী। ছিলেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও।
সংসদের এই অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে স্বতঃপ্রণোদিত বক্তব্য রাখার কথা রাজনাথের। ওই সংঘর্ষে পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিয়ে সেনা আধিকারিকদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের জেরে ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার পক্ষ জানে, বিরোধীরা বাদল অধিবেশনে এ নিয়ে সবিস্তার আলোচনা চাইবে। তা আঁচ করেই সরকারের জবাব কী হবে, তা স্থির করতে সেনাকর্তাদের সঙ্গে আজ মন্ত্রীদের বিশদে আলোচনা হয়েছে।
সংসদ শুরুর আগে আগামী রবিবার সর্বদল বৈঠক ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই বৈঠকে রাজনাথের উপস্থিত থাকার কথা। বিরোধীরা এই অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ ছাড়া কী কী নিয়ে আলোচনায় ইচ্ছুক এবং সরকার কোন বিষয়ে আলোচনায় স্বচ্ছন্দ, তা ঠিক করতে আজ আরও একটি বৈঠকে বসেন শাহ, রাজনাথ, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও এল মুরুগান। রিজিজু জানান, পোড়া নোট উদ্ধার কাণ্ডের জেরে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের প্রশ্নে সব দল একমত। বিচারপতি বর্মা অবশ্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এ ছাড়া ভোটার তালিকা পরিমার্জনের বিষয়ে আলোচনার দাবি তোলার পরিকল্পনা নিয়েও এগোচ্ছে বিরোধীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)