ইতিমধ্যেই দু’বার দলের সভাপতি হয়েছেন তিনি। এ যাত্রায় ফের সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের মতে, তিনি ছাড়াও সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীকেও। কিন্তু দু’জনেই ওই প্রস্তাবে রাজি হননি বলে জানা গিয়েছে।
জে পি নড্ডার পরে বিজেপির সভাপতি কে হবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন বিজেপি এবং আরএসএস নেতৃত্ব। গত সপ্তাহে দিল্লিতে আরএসএসের প্রান্ত প্রচারকদের নিয়ে তিন দিনের বৈঠক হয়। সেই বৈঠকের ফাঁকে বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে কিছু সম্ভাব্য নাম নিয়ে আলোচনায় বসেন আরএসএস নেতৃত্ব। সূত্রের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ থেকে ফিরলে ওই নামগুলি নিয়ে চূড়ান্ত আলোচনায় বসতে পারে দু’পক্ষ।
রাজনীতিকদের মতে, আরএসএস বিজেপি সভাপতি হিসাবে এক জন দক্ষ সংগঠককে চাইছেন। কারণ, আরএসএস নেতৃত্ব মোদী পরবর্তী জমানার জন্য দলকে এখন থেকেই প্রস্তুত রাখতে চাইছেন। যিনি মোদীর মতো ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনের পরিবর্তে দলভিত্তিক জয়ে বিশ্বাস করবেন। তাই আরএসএস নেতৃত্ব সভাপতি হিসেবে তাঁদের ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন। যিনি নরেন্দ্র মোদী-অমিত শাহের হাতের পুতুল হবেন না। সমস্যা হল বিজেপিতে এখন এই ধরনের নেতা বিরল।
তাই সব দিক বিচার করে আরএসএসের পক্ষ থেকে সভাপতি হওয়ার জন্য নিতিন গডকড়ীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, আরএসএস নেতৃত্ব ভাল করেই জানেন নিতিনের কর্মদক্ষতা প্রশ্নাতীত। বিরোধীদের মতে, নাগপুরের ওই বিজেপি নেতাকে সমঝে চলেন মোদী-শাহ জুটিও। তাই সব দিক ভেবেও নিতিনকে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের মতে, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নিতিন।
পুরনো নেতাদের মধ্যে এখন রয়ে গিয়েছেন রাজনাথ। তিনিও আরএসএস ঘনিষ্ঠ। তাই তৃতীয় বার তাঁকে দলের সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্রের মতে,রাজনাথ রাজি হওয়ার জন্য বাড়তি একটি শর্ত রাখেন। আরএসএস নেতৃত্বকে রাজনাথ জানান, আরএসএস নেতৃত্ব যেমন প্রস্তাব দিয়েছে তেমনি দলের শীর্ষ নেতৃত্ব (মোদী-শাহ) যদি তাঁকে প্রস্তাব দেন, অর্থাৎ দু’পক্ষ সহমতের ভিত্তিতে তাঁর নামকে চূড়ান্ত করলে তিনি ওই দায়িত্ব নিতে রাজি। নচেৎ শীর্ষ নেতৃত্বকে চটিয়ে বাঘের পিঠে চড়তে রাজিনন তিনি।
রাজনীতিকদের একাংশের মতে, যদি রাজনাথ শেষ পর্যন্ত বিজেপি সভাপতি হন, আরএসএস এবং রাজনাথের যুগলবন্দি মোদী-শাহ জুটির কাছে বিপদের কারণ হয়েউঠতে পারে। বিরোধীদের একাংশ অবশ্য এ-ও বলতে ছাড়ছেন না যে সে ক্ষেত্রে মোদী তৃতীয় পর্বের মেয়াদ শেষ করতে পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)