বদলে যাচ্ছে দেশের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলি। সীমান্তে অস্থিরতার সঙ্গেই বাড়ছে আদর্শের ভিত্তিতে লড়াই ও সময়ের সঙ্গেই পাল্টে যাচ্ছে অপরাধের পরিভাষা। এই আবহে অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর কাজে প্রয়োজনীয় ভারসাম্য আনার দরকার রয়েছে বলে আজ মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
আজ দিল্লিতে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সময়ের সঙ্গে অপরাধ ও নিরাপত্তা বাহিনীর সামনে পাল্টে যাওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘‘সীমান্ত অস্থির, অপরাধের নিত্য-নতুন পদ্ধতি বার হচ্ছে, সমাজের মধ্যে সন্ত্রাস ও আদর্শভিত্তিক যুদ্ধ দেখা গিচ্ছে। আধুনিক বিপদগুলি ক্রমশ জটিল চেহারা নিচ্ছে। অপরাধীরা যেমন আরও সঙ্ঘবদ্ধ হয়েছে, তেমনই অদৃশ্য থেকে অপরাধ সংঘটিত হচ্ছে, যাদের লক্ষ্যই হল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’’ এই পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীকে নিজেদের দায়িত্ব পালনের সঙ্গেই সামাজিক শৃঙ্খলা ধরে রাখার উপরে জোর দেন রাজনাথ। আজ নিজের বক্তব্যে, নিরাপত্তারক্ষীরা যে ভাবে মাওবাদী সমস্যার মোকাবিলা করে চলেছেন তার প্রশংসা করেছেন রাজনাথ। তিনি বলেন, ‘‘এক সময়ে যা রেড করিডর ছিল তা এখন উন্নয়নের করিডরে পরিণত হয়েছে।’’ পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে আজ সমাজমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)