Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

রাম রহিম কি জেলেও রাজার হালে! উঠছে প্রশ্ন

জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে স্বঘোষিত ধর্মগুরুকে। জেল কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে, রোহতক জেলে সাধারণ অপরাধীর মতোই রাখা হচ্ছে গুরমিতকে। যা আজ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে রাহুল।

গুরমিত রাম রহিম সিংহ।

গুরমিত রাম রহিম সিংহ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০২:৫২
Share: Save:

গুফা ছেড়ে এখন রোহতকে। আর সেখানে দিব্যি রাজার হালেই ‘জেল খাটছে’ গুরমিত রাম রহিম সিংহ। জামিনে ছাড়া পেয়ে আজ এমনটাই দাবি করল রাহুল জৈন নামে গুরমিতের এক জেল-সঙ্গী।

জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে স্বঘোষিত ধর্মগুরুকে। জেল কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে, রোহতক জেলে সাধারণ অপরাধীর মতোই রাখা হচ্ছে গুরমিতকে। যা আজ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে রাহুল। তাঁর কথায়, ‘‘সব বাজে কথা! ‘বাবা’র জন্য জেলে কোনও কড়াকড়িই নেই। আলাদা খাবার, রাজকীয় খাতির— সবই তো চলছে দেখছি। বাইরে থেকে কেউ দেখা করতে এলে সবার জন্য বরাদ্দ থাকে ২০ মিনিট। অথচ ওর জন্য দু’ঘণ্টা!’’

রাহুলের আরও দাবি, আসার পর থেকে গুরমিতকে জেলেই দেখা যায় না। সশ্রম কারাদণ্ড তো দূরের কথা! যদিও তার অভিযোগ মানতে চাননি হরিয়ানার কারামন্ত্রী কৃষ্ণলাল পানওয়ার। তবে গুরমিত আসার পর থেকে জেলের হাল যে বদলেছে, খবর পাওয়া গিয়েছিল আগেই। বন্দিদেরই একাংশ অভিযোগ জানিয়েছিল, বাবার জন্যই ঝামেলা বেড়েছে। রাহুলও বলল, ‘‘আগে তবু আমাদের জন্য সময় মতো জুতো-জামা আসত, এখন তো কিছুই আসে না।’’ সূত্রের খবর, সম্প্রতি এই জাতীয় অভিযোগের জেরে কারা কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছিল আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE