Advertisement
২০ এপ্রিল ২০২৪

নতুন বাহানা, গাড়িতেই দিল্লি এলেন ‘চপ্পলবাজ’

ওড়া বন্ধ। রেলে অস্বস্তি। অগত্যা গাড়ি। সংসদের অধিবেশনে যোগ দিতে শেষ পর্যন্ত সড়কপথে মহারাষ্ট্রের ওসমানাবাদ থেকে দিল্লি এলেন ‘চপ্পলবাজ’ শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়।

 রবীন্দ্র গায়কোয়াড়

রবীন্দ্র গায়কোয়াড়

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০৩:২১
Share: Save:

ওড়া বন্ধ। রেলে অস্বস্তি। অগত্যা গাড়ি। সংসদের অধিবেশনে যোগ দিতে শেষ পর্যন্ত সড়কপথে মহারাষ্ট্রের ওসমানাবাদ থেকে দিল্লি এলেন ‘চপ্পলবাজ’ শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়।

গত কাল দিল্লিতে আসার জন্য এয়ার ইন্ডিয়ার দু’টি টিকিট কেটেছিলেন গায়কোয়াড়। দু’টিই বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। বিমানসংস্থার এক কর্মীকে চটি-পেটার ঘটনায় অভিযুক্ত গায়কোয়াড়ের উপরে নিষেধাজ্ঞা জারি রেখেছে
এয়ার ইন্ডিয়া-সহ অন্য বিমান সংস্থাগুলি। অনড় গায়কোয়াড়ও। তিনি আজ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অসম্মানজনক মন্তব্য করেছিলেন এয়ার ইন্ডিয়ার ওই কর্মী। তাই তিনি গায়ে হাত তুলতে বাধ্য হন।

ঘটনার পরেই দিল্লি থেকে মুম্বই ফেরার বিমানের টিকিট বাতিল হয়েছিল গায়কোয়াড়ের। বাধ্য হয়ে চড়ে বসেন রাজধানী এক্সপ্রেসে। এ বারও রাজধানীর টিকিট কেটেছিলেন। শিবসেনা সূত্রের খবর, শেষ মুহূর্তে ট্রেনযাত্রা বাতিল করে গাড়িতেই দিল্লি আসা স্থির করেন সাংসদ। কিন্তু কেন? দলীয় সূত্রের ব্যাখ্যা, ট্রেনের কামরায় সংবাদমাধ্যমের আনাগোনা ও অন্য যাত্রীদের উৎসুক দৃষ্টি এড়াতেই তাঁর এই সিদ্ধান্ত। গত বারই দেখা গিয়েছিল, রাজধানীর কামরায় টিভি চ্যানেলের বুমের সামনে মেজাজ হারাচ্ছেন গায়কোয়াড়।

জনমত বিপক্ষে রয়েছে বুঝে শুরু থেকেই গায়কোয়াড়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানোর পক্ষে বিজেপি। সে কথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে জানিয়েও দিয়েছে তারা। সমাধানসূত্র খোঁজার কথা বলেছেন লোকসভার স্পিকারও। কিন্তু মোদীর অসম্মানের কথা বলে বিজেপিকে পাল্টা চাপে রাখার কৌশল নিয়েছেন গায়কোয়াড়। দিল্লি পৌঁছলেও আগামিকাল সংসদের অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সূত্রের বক্তব্য, দলীয় নেতৃত্ব ছাড়পত্র দিলে তবেই অধিবেশনে উপস্থিত থাকবেন ওই সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravindra Gaikwad Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE