একনাথ শিন্ডের পাশে বসে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস তখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করছেন। টেলিভিশনে সে দৃশ্যই তখন লাইভ দেখা হচ্ছিল গোয়ার হোটেলে। একনাথের নাম শোনামাত্রই মরাঠি গানে গমগম করে উঠল গোয়ার ওই হোটেল চত্বর। গানের তালে কোমর দোলালেন শিবসেনার বিদ্রোহী বিধায়কেরা।
বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিয়োতে দেখা গিয়েছে, বিদ্রোহী বিধায়কেরা সকলে মিলে আনন্দে নাচ করছেন। কেউ কেউ টেবিলের উপর উঠেই পা মেলাচ্ছেন। শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই বাঁধভাঙা উচ্ছ্বাস ধরা পড়েছে বিদ্রোহী বিধায়কদের মধ্যে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে।