Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জয়ললিতার ‘পুনর্জন্ম’

তাঁর পুনর্জন্ম হয়েছে— টানা ৫০ দিন হাসপাতালে থাকার পরে রবিবার দু’পাতার চিঠিতে এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। চিঠির শুরুতে বলা হয়েছে, ‘‘তামিলনাড়ু-সহ সারা পৃথিবীর মানুষের দীর্ঘ প্রার্থনার ফলে আমার পুনর্জন্ম হয়েছে।

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০২:৫৬
Share: Save:

তাঁর পুনর্জন্ম হয়েছে— টানা ৫০ দিন হাসপাতালে থাকার পরে রবিবার দু’পাতার চিঠিতে এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। চিঠির শুরুতে বলা হয়েছে, ‘‘তামিলনাড়ু-সহ সারা পৃথিবীর মানুষের দীর্ঘ প্রার্থনার ফলে আমার পুনর্জন্ম হয়েছে। আর তাই এই সুখবরটা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’’ এডিএমকে-র সদর দফতর থেকে মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রকাশ করা হয়। তাঞ্জাভুর, আরাভাকুরিচি, তিরুপারানকুন্দ্রম কেন্দ্রগুলিতে ভোটের আগে আম্মার বার্তা, ‘‘তিন কেন্দ্রেই আমাদের দলের জয়ের খবর শুনতে চাই।’’ জয়া জানান, এই তিন কেন্দ্রের ভোটারদের কাছে তিনি যেতে পারেননি। কিন্তু তাঁদের পাশে আছেন। শেষে চিঠিতে জয়ললিতা লিখেছেন, ‘‘মানুষের ভালবাসা পেয়ে আমি আনন্দিত। পুরোপুরি সুস্থ হয়ে শীঘ্রই কাজে ফিরব।’’ তাঁর অসুস্থতার কথা শুনে কেউ কেউ আত্মঘাতী হয়েছেন। তাতে ব্যথিত জয়ললিতার মন্তব্য, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। দলের ভবিষ্যতের জন্য এমন সমর্থক প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jayalalitha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE