Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Reliance Jio

গুগলের সঙ্গে গাঁটছড়া, সস্তায় ৪জি স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’ আনছেন মুকেশ অম্বানী

অম্বানী বলেন, ‘‘ভারতে এখনও ৩০ কোটি গ্রাহক রয়েছেন যাঁরা আর্থিক সমস্যার ফলে ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাতে অনেক সমস্যা হয়।’’

বড় ঘোষণা মুকেশ অম্বানীর

বড় ঘোষণা মুকেশ অম্বানীর নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৫:৪৯
Share: Save:

বাজারে আসতে চলেছে রিলায়্যান্স জিও-র নতুন স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’। সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানী বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের জন্য গাঁটছড়া বেঁধেছে গুগল ও জিও। দুই সংস্থা মিলেই তৈরি করা হয়েছে এই নতুন স্মার্টফোন।

বৃহস্পতিবার অম্বানী বলেছেন, ‘‘ভারতে এখনও ৩০ কোটি গ্রাহক রয়েছেন যাঁরা আর্থিক সমস্যার ফলে ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। ফলে তাঁদের ২জি স্মার্টফোন ব্যবহার করতে হয়। তাতে অনেক সমস্যা হয়। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তায় ৪জি স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে জিও। এই কাজে আমাদের সাহায্য করেছে গুগল। আমরা ২জি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছি। গত বছর আমি ও সুন্দর পিচাই এই বিষয়ে আলোচনা করেছি। সেই কাজেই আমরা এগিয়ে যাচ্ছি।’’

অম্বানী জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর দিন থেকে ভারতে পাওয়া যাবে জিওফোন নেক্সট।

কী কী সুবিধা পাওয়া যাবে এই জিওফোন নেক্সটে?

এই প্রসঙ্গে অম্বানী বলেন, ‘‘স্মার্টফোনের সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ফোনে। গুগল এবং জিও-র সব রকম অ্যাপ্লিকেশন, প্লে-স্টোর প্রভৃতি সুবিধা পাওয়া যাবে। এই ফোনের দামও হবে খুব কম। অর্থাৎ সব গ্রাহকই এই ফোন ব্যবহার করতে পারবেন। ভারতে এই ফোন চালু হওয়ার পরে ধীরে ধীরে অন্যান্য দেশের বাজারেও আনা হবে জিওফোন নেক্সট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukesh Ambani Reliance Jio
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE