Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Corona

কর্নাটকের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত ২৪ জন কোভিড রোগী

এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। তাঁদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান গত ২৪ ঘণ্টায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৩:১৯
Share: Save:

দিল্লি, উত্তরপ্রদেশের পর এ বার অক্সিজেনের অভাবে ২৪ জন রোগীর মৃত্যু হল কর্নাটকের সরকারি হাসপাতালে। সোমবার ওই ঘটনা ঘটেছে কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই।

এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। তাঁদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান গত ২৪ ঘণ্টায়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করেছেন।

ওই হাসপাতালের আধিকারিক বলেন, ‘‘রবিবার রাত ১২টা থেকে ২টোর মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।’’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deaths Corona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE