১৯৫৯ সাল পর্যন্ত সেখানে ছিল অসম রাইফেলসের শিবির। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) প্রায় সাড়ে চার কিলোমিটার অন্দরে অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সেই জায়গায় এখন গড় উঠেছে পুরোদস্তুর একটি চিনা গ্রাম!
সম্প্রতি আমেরিকার গোয়েন্দা দফতরের একটি রিপোর্টে ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশ এবং গ্রাম নির্মাণের কথা জানানো হয়েছে। প্রকাশিত হয়েছে ওই গ্রামের উপগ্রহচিত্রও। সেই রিপোর্টেই রয়েছে দুর্গম ওই অঞ্চলে পঞ্চাশের দশকে অসম রাইফেলসের শিবিরের কথা।
আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গত বছরের বার্ষিক রিপোর্টে ওই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছিল, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চিনা সেনা। বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছিল। সেটি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি।