Advertisement
E-Paper

২০১৬-তে আত্মঘাতী হয়েছেন মোট ১১ হাজার ৪০০ কৃষক: রিপোর্ট

কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন। অধিকাংশ কৃষক দারিদ্রসীমার নীচে। কৃষকদের আয় বাড়লে আত্মহত্যার প্রবণতাও কমবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ২০:৩৩
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ। ছবি:পিটিআই।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ। ছবি:পিটিআই।

ঋণের জালে জড়িয়ে কৃষকদের আত্মহত্যার ঘটনা বেশ কিছু দিন ধরেই দেশের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। বিশেষ করে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে এই ঘটনা ঘটছে অনেক বেশি। সম্প্রতি কৃষক আত্মহত্যা নিয়ে এক রিপোর্ট পেশ করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, ২০১৬ সালের হিসেবে দেশ জুড়ে মোট ১১ হাজার ৪০০ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহের কথায়: ‘‘কেন্দ্রের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো-র (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী ২০১৬ সালে মোট ১১,৪০০ জন কৃষক আত্মহত্যা করেছেন। ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ১২,৬০২।’’

আরও পড়ুন: দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জয় বিশাল ব্যবধানে

কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন। অধিকাংশ কৃষক দারিদ্রসীমার নীচে। কৃষকদের আয় বাড়লে আত্মহত্যার প্রবণতাও কমবে। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের রক্ষাকবচ হিসেবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু হয়েছে। কেন্দ্রের তরফে ফসল বিমা খাতে ৩,৫৬০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ৩,৫৪৮ কোটি টাকা আত্মঘাতী কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, কৃষি রাজ্যের বিষয়। কাজেই কৃষি ক্ষেত্রে সংস্কারের কাজ রাজ্যকেই করতে হবে। চাষিরা যাতে ফসলের উপযুক্ত দাম পান নজরে রাখতে হবে সেই বিষয়টাও।

Suicide Agriculture Farmer Radha Mohan Singh Agriculture Minister NCRB কৃষক রাধামোহন সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy