Advertisement
২৯ এপ্রিল ২০২৪

ফের সাহায্য চালুর অনুরোধ রিয়াংদের

কেন্দ্রীয় সরকার ব্রু তথা রিয়াং শরণার্থীদের সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার ১০ দিন পার হতে না হতেই ফের সাহায্যের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাল রিয়াং শরণার্থী সংগঠন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০২:২৫
Share: Save:

কেন্দ্রীয় সরকার ব্রু তথা রিয়াং শরণার্থীদের সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার ১০ দিন পার হতে না হতেই ফের সাহায্যের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাল রিয়াং শরণার্থী সংগঠন। ব্রু ডিসপ্লেসড পিপলস ফোরাম প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে ফের কেন্দ্রীয় সাহায্য শুরু করার আবেদন জানিয়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ বার খাবার দেওয়া হয়েছিল। ১২ অক্টোবরের মধ্যে তা শেষ হয়ে যাবে। বহু শরণার্থী ইতিমধ্যেই আধপেটা খেয়ে থাকছেন।

জুলাইয়ে শরণার্থী সংগঠনের সঙ্গে কেন্দ্র, মিজোরাম ও ত্রিপুরা সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতেই বলা হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ত্রিপুরার শরণার্থী শিবির ছেড়ে মিজোরামে ফিরে না গেলে শরণার্থীদের বিনামূল্যে রেশন ও অন্য ভাতা দেওয়া বন্ধ হবে। কিন্তু তার পরেও শরণার্থী নেতাদের উস্কানিতে ৫৪০৭টি পরিবারের মধ্যে মাত্র ৩৪টি পরিবার মিজোরামে ফেরে।

কেন্দ্রীয় সাহায্য বন্ধ করার কথা ঘোষণার পরে শরণার্থী কমিটির নেতা লালডিংলিয়ানা বলেছিলেন: সরকার ভাতা, রেশনের নামে যা দেয়, তা বলার মতো নয়। প্রাপ্তবয়স্করা দিনে ৫ টাকা ও নাবালকরা দিনে আড়াই টাকা করে পায়। বড়রা ৬০০ গ্রাম ও ছোটরা ৩০০ গ্রাম করে চাল পায়। প্রতি বছর ছেলেরা একটি জামা ও মেয়েরা একটি করে স্কার্ট পায়। তিন বছরে মেলে একজোড়া চপ্পল। এ বার সরকার রেশন ও ভাতা বন্ধ করে দেওয়ায় চাপের মুখে শরণার্থী নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Relief Reang Bru Refugee Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE