Advertisement
১৪ অক্টোবর ২০২৪
National

মহারাষ্ট্র পুরভোটে গেরুয়া ঢেউ, মুম্বইতে সেনা-বিজেপি কাঁটায় কাঁটায়

এ যেন রোলার কোস্টার রাইড। ফল প্রকাশের প্রথম দিকে মনে হচ্ছিল বৃহন্মুম্বইয়ে সহজেই বাজিমাত করবে শিবসেনা। কিন্তু বেলা যত গড়িয়েছে, ততই পাল্লা ভারী হয়েছে বিজেপির। দিনের শেষে লড়াইটা প্রায় সমান সমান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৪
Share: Save:

এ যেন রোলার কোস্টার রাইড। ফল প্রকাশের প্রথম দিকে মনে হচ্ছিল বৃহন্মুম্বইয়ে সহজেই বাজিমাত করবে শিবসেনা। কিন্তু বেলা যত গড়িয়েছে, ততই পাল্লা ভারী হয়েছে বিজেপির। দিনের শেষে লড়াইটা প্রায় সমান সমান। ২২৭ আসনের বৃহন্মুম্বই পুরসভায় ঘোষিত ২২৪ আসনের মধ্যে ৮৪টি পেয়েছে শিবসেনা, ৮০টি বিজেপি। ৩১টি আসন নিয়ে তিন নম্বরে রয়েছে কংগ্রেস।

মহারাষ্ট্রের এ বারের পুরসভা ভোটের লড়াইটা মোটামুটি ছিল মুম্বইয়ের ক্ষমতার রাশ দখলের লড়াইয়ের। ‘দাদাগিরি’র লড়াইয়ে কে কাকে টক্কর দেবে তার দিকেই আগ্রহ ছিল বেশি। এক দিকে মুম্বই তথা মহারাষ্ট্র রাজনীতির বহু দিনের দাদা শিবসেনা, অন্য দিকে মোদী ঝড়ে সওয়ার হয়ে ক্ষমতায় আসা ফডণবীসের বিজেপি। মহারাষ্ট্রের ১০ পুরসভা এবং ২৫ জেলা পরিষদের ভোটে এক অন্যকে ছাপিয়ে যেতে জোর লড়াই বিধানসভার দুই ‘বন্ধু’ দলের। বৃহন্মুম্বইয়ে সেনা-বিজেপি টক্কর হলেও রাজ্যের বাকি পুরসভায় পাল্লা ভারী বিজেপিরই। পুণে, নাগপুর, আকোলা, অমরাবতী-সহ গোটা ছয়েক পুরসভা দখল করতে চলেছে বিজেপি। ঠাণে থাকছে সেনার দখলে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি ছাড়াও ভোট ছিল নাগপুর, ঠাণে, পুণে, নাসিক-সহ রাজ্যের দশটি গুরুত্বপূর্ণ পুরসভায়। ২৫টি জেলাপরিষদ ও ১১৮টি পঞ্চায়েত সমিতিতেও শক্তিপরীক্ষা হয়েছে। মহারাষ্ট্রের এই মিনি বিধানসভা নির্বাচনে শিবসেনা নাকি বিজেপি— শেষ পর্যন্ত শাসক জোটের কোন শরিক সংখ্যার দৌড়ে এগিয়ে থাকে, তা নিয়ে চর্চা চলছে বেশ কয়েক দিন ধরেই। গত প্রায় ২০ বছর ধরে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন শিবসেনার দখলে। সেনাকে সমর্থন করেছিল বিজেপি। কিন্তু এ বার বিজেপির সঙ্গে তাদের জোট হয়নি।

আর বিজেপি, সেনার লড়াইয়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। বৃহন্মুম্বইয়ে গত বারের চেয়ে গোটা ২০ আসন কম পেয়েছে দল। বাকি পুরসভাগুলিতেও দূরবীণ দিয়ে খুঁজতে হচ্ছে রাহু গাঁধীদের।

আরও পড়ুন: দাদা কে, পুরভোটে বোঝাবে মহারাষ্ট্র

অন্য বিষয়গুলি:

BJP Shiv Sena BMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE