Advertisement
E-Paper

বিহারের বিধানসভা ভোট নিয়ে সক্রিয় ‘ইন্ডিয়া’, দিল্লিতে রাহুল ও খড়্গের সঙ্গে বৈঠকে তেজস্বী

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মূল লড়াই বিজেপি-জেডিইউ-এলজেপি-হাম জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধনে’র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৪:২৯
RJD leader Tejashwi Yadav meets Congress leader Rahul Gandhi and Mallikarjun Kharge in Delhi on Bihar Assembly Election

মঙ্গলবার দিল্লিতে (বাঁ দিক থেকে) রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠকে তেজস্বী যাদব। ছবি: পিটিআই।

বিহারের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার দিল্লি গিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মূল লড়াই বিজেপি-জেডিইউ-এলজেপি-হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম) জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধনে’র। আরজেডির একটি সূত্র জানাচ্ছে, আসন সমঝোতা এবং ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’র নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে দিল্লিতে রাহুল-খড়্গের সঙ্গে বৈঠক করেছেন তেজস্বী।

২০২০ সালের বিধানসভা ভোটে বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ৭০টিতে লড়ে মাত্র ১৯টি জিতেছিল মহাগঠবন্ধনের ‘মেজো শরিক’ কংগ্রেস। কংগ্রেসের এই খারাপ ‘স্ট্রাইক রেটে’র কারণেই এনডিএ-র জয় সহজ হয়েছিল বলে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ। অন্য দিকে, কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল, তিন দশকের বেশি সময় ধরে বিজেপির দখলে রয়েছে, এমন ৩০টির বেশি শহরাঞ্চলীয় আসন তাদের হাতছাড়া হয়েছিল। ওই বিধানসভা ভোটে আরজেডি ১৪৪টিতে লড়ে ৭৫টি এবং তিন বাম দল ২৯টিতে লড়ে ১৬টি জিতেছিল।

সূত্রের খবর এ বার কংগ্রেসকে ৫০টির বেশি আসন ছাড়তে রাজি নন তেজস্বী। অন্য দিকে, সচিন পাইলট-সহ কংগ্রেসের কয়েক জন কেন্দ্রীয় স্তরের নেতা সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন, বিহারে বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদে সমর্থনের প্রশ্নে কংগ্রেস ভাবনাচিন্তা করবে। রাহুলের দলের এই ‘অবস্থান’ নিয়ে আপত্তি রয়েছে আরজেডি-র। লালুর দল চায়, তেজস্বীকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে ঘোষণা করে ভোটে লড়ুক ‘মহাগঠবন্ধন’। মঙ্গলবার বৈঠকের পরে তেজস্বী বলেন, ‘‘বিহারের ভোটে এ বার এনডিএ হারবে।’’ সেই সঙ্গে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ‘পণবন্দি’ (হাইজ্যাক) করে রেখেছে বিজেপি।

Tejashwi Yadav RJD Rahul Gandhi Mallikarjun Kharge Congress Leader Bihar Assembly Election 2025 Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy