Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বেহাল সড়কে অবরোধ

বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে রাস্তায় নামল এলাকার মানুষ। করিমগঞ্জে ২৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়কের ১০টি জায়গায় অবরোধ করা হয়। একই দাবিতে ৭টি জায়গায় অবরোধ করে জেলা বিজেপি।

রাস্তা মেরামতির দাবিতে অবরোধ। সোমবার করিমগঞ্জে। ছবি: শীর্ষেন্দু সী।

রাস্তা মেরামতির দাবিতে অবরোধ। সোমবার করিমগঞ্জে। ছবি: শীর্ষেন্দু সী।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০২:৪০
Share: Save:

বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে রাস্তায় নামল এলাকার মানুষ। করিমগঞ্জে ২৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়কের ১০টি জায়গায় অবরোধ করা হয়। একই দাবিতে ৭টি জায়গায় অবরোধ করে জেলা বিজেপি। করিমগঞ্জে বদরপুর থেকে চুরাইবাড়ি পর্যন্ত ৮ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। স্থানীয় মানুষের কথায়— ‘রাস্তায় গর্ত নাকি গর্তেই রাস্তা তা বোঝা যায় না।’ ওই জাতীয় সড়ক পড়শি ত্রিপুরার সঙ্গে বরাকের যোগাযোগের অন্যতম মাধ্যম। বাংলাদেশে যাওয়ার মূল পথও। এ দিন থেকে ‘অল আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা’ (আমসু) ও ‘জাতীয় সড়ক সুরক্ষা সমিতি’ একজোট হয়ে এ দিন থেকে বদরপুরের ওই সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ৯টা থেকে বদরপুরের সার্কেল অফিসের সামনে, চৌমাথা, শ্রীগৌরি, ভাঙ্গা, একলাবাড়ি-সহ ১০টি জায়গায় জাতীয় সড়কে অবরোধ শুরু করা হয়। করিমগঞ্জেও জাতীয় সড়ক মেরামতির দাবিতে অনেক বার আন্দোলন হয়েছে। কিন্তু কাজ হয়নি। জাতীয় সড়কে যাতায়াত করতে গিয়ে নাজেহাল জনতা। বিক্ষোভকারীদের তরফে এনামউদ্দিন বলেন, ‘‘সড়ক সংস্কার করা না হলে আন্দোলন প্রত্যাহার করা হবে না।’’অন্য দিকে, জেলার জাতীয় ও পূর্ত সড়ক মেরামতির দাবিতে জাতীয় সড়কের পাশে ধর্নায় বসেন বিজেপির কর্মকর্তারা। তাঁরা অভিযোগ করেন, করিমগঞ্জের পাঁচটি বিধানসভার প্রতিনিধি শাসক কংগ্রেস দলের। অথচ সড়ক মেরামতিতে তাঁরা ব্যর্থ হয়েছেন। আন্দোলনে সামিল হলেন চলৎশক্তিহীন এক যুবকও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karimganj Road damaged BJP congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE