Advertisement
০৩ মে ২০২৪
Rahul Gandhi

রাহুলকে রামের সঙ্গে, নিজেকে ভরতের সঙ্গে তুলনা সলমনের, হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ

সলমন খুরশিদ বলেন, ‘‘রাহুল গান্ধী এক অতিমানব। আমরা সবাই শীতে জবুথবু হয়ে রয়েছি। গায়ে জ্যাকেট চাপিয়েছি। আর রাহুল শুধু একটা টি-শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে পড়ছেন যাত্রায়।’’

রামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

রামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২৩:১৫
Share: Save:

রামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তাঁর কথায়, ‘‘রাহুল যোগীর মতো তপস্যা করছেন। তিনি নিজের লক্ষ্যে অবিচল।’’

দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল। তাঁর এই উদ্যোগের প্রশস্তি করে সলমন বলেন, ‘‘রাহুল গান্ধী এক অতিমানব। আমরা সবাই শীতে জবুথবু হয়ে রয়েছি। গায়ে জ্যাকেট চাপিয়েছি। আর রাহুল শুধু একটা টি-শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে পড়ছেন যাত্রায়।’’ একটু থেমে কংগ্রেস নেতার সং‌যুক্তি, ‘‘উনি তপস্বী।’’

এর পর ওয়েনাডের সাংসদের সঙ্গে রামের তুলনা টানেন প্রবীণ কংগ্রেস নেতা। বলেন, ‘‘খড়ম পায়ে ভগবান রাম অনেক দূর গিয়েছিলেন। সেই খড়ম নিয়ে ভরত সেই জায়গায় রেখেছিলেন, যে খানে রাম ছিলেন না। ভরতের মতো আমরাও খড়ম নিয়ে উত্তরপ্রদেশ যাচ্ছি। এখন খড়ম পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশেও। এ বার রামজি (পড়ুন রাহুল গান্ধী) পৌঁছে গেলেন বলে।’’

কংগ্রেসের নেতার এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিজেপি। তাদের দাবি সলমনের মন্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছে। সলমনের মন্তব্যকে ‘হিন্দুত্বের অপমান’ বলে টুইট করেন বিজেপি নেতা শেহজাদ পুণেওয়ালা। তিনি টুইটে লেখেন, ‘‘সলমন খুরশিদ রাহুল গান্ধীকে ভগবান শ্রীরামের সঙ্গে এবং নিজেকে ভরতের সমতুল্য করেছেন! এটা মর্মান্তিক! উনি কি অন্য ধর্মের ঈশ্বরের সঙ্গে কাউকে তুলনা করার সাহস করবেন? রামজির অস্তিত্ব অস্বীকার করার পর রাম মন্দির অবরোধ করা, আর এখন হিন্দু ধর্মের অবমাননা করা হল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Lord Ram Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE