Advertisement
E-Paper

রেল মহিলা রক্ষী নেবে

১ জুন থেকে ৩০ জুনের মধ্যে অনলাইনে ওই শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। রেল দফতর সূত্রে খবর, শূন্য পদগুলির প্রায় ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০২:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রেলে এক লক্ষ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছিল। শনিবার প্রকাশিত হল রেলরক্ষী বাহিনীর ৯৭৩৯টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) এবং আরপিএসএফ (রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স) এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে খবর।

১ জুন থেকে ৩০ জুনের মধ্যে অনলাইনে ওই শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। রেল দফতর সূত্রে খবর, শূন্য পদগুলির প্রায় ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত ।

মোট ৯৭৩৯টি পদের মধ্যে ৪৪০৮টি পদ মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য সংরক্ষিত।

এ ছাড়াও মহিলাদের ক্ষেত্রে সাবইনস্পেক্টর পদে নিয়োগের শূন্য পদ রয়েছে ৮১৯টি।

কনস্টেবল পদে আবদনের ক্ষেত্রে ন্যুনতম যোগ্যতামান মাধ্যমিক এবং সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদনের ক্ষেত্রে ওই যোগ্যতামান স্নাতক।

রেল সূত্রে খবর, চলতি বছরটিকে মহিলা এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা প্রচারের বছর হিসেবে বেছে নিয়েছে রেল।

ইতিমধ্যেই ট্রেনের প্ল্যাটফর্ম ও কামরায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছ রেল। লোকাল ট্রেনের মহিলা কমারায় সিসি ক্যামেরা এবং প্যানিক বাটন বসানো ওই পরিকল্পনারই অঙ্গ।

ইতিমধ্যেই মহিলা কামরাকে ট্রেনর মাঝখানে নিয়ে আসা এবং বিশেষ আলাদা রঙ দিয়ে চিহ্নিত করার কথাও জানিয়েছে রেল। ট্রেনে সফরের সময় মহিলাযাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য বাড়াতে তৎপর রেল এবার রেলরক্ষী বাহিনীতেও উল্লেখযোগ্য হারে মহিলাদের সংখ্যা বাড়াতে চায়।

ওই পরিকল্পনার অঙ্গ হিসেবেই রেলরক্ষী বাহিনীতে প্রায় ৫০ শতাংশ পদে মহিলাদের নিয়োগ করা হচ্ছে বলে খবর।

Indian Railway Railway Recruitment Board RRB RPF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy