Advertisement
E-Paper

কাশ্মীরে অশান্তি ছড়াতে ৮০০ কোটি টাকা ঢেলেছে পাকিস্তান

কাশ্মীরে অশান্তি ছড়ানোয় বিচ্ছিন্নতাবাদীদের মদত দিতে ৮০০ কোটি টাকা যুগিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এ নিয়ে একটি রিপোর্টও পেশ করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ২০:০২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কাশ্মীরে অশান্তি ছড়ানোয় বিচ্ছিন্নতাবাদীদের মদত দিতে ৮০০ কোটি টাকা যুগিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এ নিয়ে একটি রিপোর্টও পেশ করেছে। তাতে দাবি করা হয়েছে, উপত্যকায় অশান্তির সময় পাথর ও পেট্রোল বোমা ছোড়ার জন্য সেই অর্থ কাজে লাগিয়েছে পাক জঙ্গিরা। বিচ্ছিন্নতাবাদীদের হাতে নাকি ওই বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি এবং দুখতরন-ই-মিলাত গোষ্ঠীর আসিয়া আন্দ্রাবি-সহ বহু বিচ্ছিন্নতাবাদী নেতার নাম উঠে এসে ওই রিপোর্টে। একটি সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

সাড়ে তিন কোটির বিল! ‘গরিব’ কেজরীবালকে ছাড় দিতে রাজি জেঠমলানি

গত ৮ জুলাই ভারতীয় সেনার গুলিতে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকেই অশান্ত হয়ে ওঠে উপত্যকা। সেনার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষও। সেনার ছররা বন্দুকের জবাবে পাথর বা পেট্রোল বোমা ছোড়ার ছবি প্রায় প্রতি দিনই দেখা যায় উপত্যকায়। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সেই অশান্ত সময়ের বহু আগে থেকেই বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক মদতের পরিকল্পনা করেছিল আইএসআই। পাক অধিকৃত কাশ্মীর পেরিয়ে উপত্যকায় ঢুকে পড়ে জঙ্গিরা। তারাই হাওয়ালার মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের হাতে অর্থ তুলে দেয়। এতে কাজে নামে দালালরাও। ভারত বিরোধী আবেগে হাওয়া দেওয়ার পাশাপাশি সেনার বিরুদ্ধে আওয়াজ তুলতে সেই অর্থ কাজে লাগানো হয় বলে রিপোর্ট।

আরও পড়ুন

এক রাতও আলাদা থাকেননি, ৭০ বছর পর মারাও গেলেন ৪ মিনিটের ব্যবধানে

Rs 800 Crores Pakistan India Kashmiri Separatis Unrest in Kashmir Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy