মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যায় আরএসএসের ভূমিকা নিয়ে তরজা থামার লক্ষণ নেই। কংগ্রেসের দাবি, গাঁধী হত্যার পরে মিষ্টি বিলি করেছিল সঙ্ঘ। রাহুলের বিরুদ্ধে মহারাষ্ট্রের আদালতে মামলা করেছেন আরএসএস নেতা রাজেশ মহাদেব। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের সোনালেতে এক সভায় রাহুল দাবি করেন, গাঁধী হত্যার জন্য আরএসএস দায়ী। সেই মামলা খারিজ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। রাহুলের কৌঁসুলি কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান, রাহুল সংগঠন হিসেবে আরএসএসকে গাঁধী হত্যার জন্য দায়ী করেননি। শনিবার কপিল সিব্বল ও কংগ্রেস নেতা রিজওয়ান আরশাদের দাবি, ‘‘গাঁধী হত্যার পরে সঙ্ঘ মিষ্টি বিলি করেছিল। এটা ঐতিহাসিক সত্য।’’ চুপ করে নেই বিজেপিও। দলীয় মুখপাত্র নলিন কোহলি বলেন, ‘‘সঙ্ঘ নিয়ে রাহুলের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। কয়েক জন সমর্থকের কাজের জন্য কি তিনি আরএসএসকে গাঁধী হত্যায় দায়ী করতে চান? তাহলে তো ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার জন্য পুরো কংগ্রেস দলকে দায়ী করতে হয়।’’