Advertisement
E-Paper

সাপ-নেউল মন্তব্যে নিশানায় সঙ্ঘ-চরিত্র

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আজ এ নিয়ে বলেছেন, ‘‘অমিত শাহ ও বিজেপি-সঙ্ঘের মতে, দেশে অ-প্রাণী শুধু দু’জন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বাকি সকলেই প্রাণী! এটা ভাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৩:৪১

বিরোধীদের ‘কুকুর-বেড়াল-সাপ-নেউল’ বলে নিজে বিপাকে পড়েছেন অমিত শাহ। তার সঙ্গে দল ও গোটা সঙ্ঘ পরিবারকেই অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি। কংগ্রেসের অন্য নেতারা মুখ খুলেছিলেন গত কালই। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আজ এ নিয়ে বলেছেন, ‘‘অমিত শাহ ও বিজেপি-সঙ্ঘের মতে, দেশে অ-প্রাণী শুধু দু’জন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বাকি সকলেই প্রাণী! এটা ভাল। বিশ্বকে ওঁরা এই চোখেই দেখেন। তবে এমন অমর্যাদাকর মন্তব্যকে আমরা আদৌ গুরুত্ব দিচ্ছি না।’’

রাহুল বিষয়টিকে আপাত ভাবে উপেক্ষা করার কথা বললেও বিরোধী দলগুলি অমিতের মন্তব্যকে বিচ্ছিন্ন ভাবে না দেখে, একে সঙ্ঘ-বিজেপির চরিত্র-লক্ষণ হিসেবেই তুলে ধরে প্রচার শুরু করেছে। এটা ঘটনা, কখনও দলিত, কখনও সংখ্যালঘুদের সম্পর্কে বিজেপি নেতাদের বেফাঁস মন্তব্য নিয়ে মোদী সরকার তথা বিজেপি নেতৃত্বকে আগেও অস্বস্তিতে পড়তে হয়েছে। এ বারে ‘সাপে-নেউলে’ মন্তব্যে জন্য শুধু অমিতকে নয় গোটা সঙ্ঘ পরিবারকেই নিশানা করছে কংগ্রেস ও অন্য বিরোধীরা। তারা বোঝাতে চাইছে, সঙ্ঘ-পরিবারের ভাষাই এমন। এটাই তাদের চরিত্র। কংগ্রেস মনে করছে, এতে তাদের লাভই হচ্ছে। বিজেপি যে চাপে রয়েছে এবং চাপের মুখে দিশাহারা হয়ে পড়ছে, তা স্পষ্ট হচ্ছে। এর ফলে তাদের আসল চরিত্র মানুষের সামনে ফুটে উঠছে।

বিরোধীদের জোট বাঁধার চেষ্টাকে বিদ্রুপ করে বিজেপি সভাপতি গত কাল বলেছিলেন, ‘‘দেশে মোদীর বান এসেছে। ভয়ে কুকুর বেড়াল-সাপ-নেউল জোট বাঁধছে ভোটে।’’ কংগ্রেস শুধু নয় তৃণমূল, সিপিআই, এনসি-সহ বিরোধী শিবিরের বিভিন্ন দল কাল তীব্র নিন্দা করে ওই মন্তব্যের। বিএসপি নেত্রী মায়াবতীর মতে, এটাই ‘সঙ্ঘীদের ভাষা’। তাঁর বক্তব্য, যেমন গুরু নরেন্দ্র মোদী, তেমনই তাঁর শিষ্য অমিত শাহ। গোরক্ষপুর-ফুলপুরের ভোটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই রকম ভাষা ব্যবহার করেছিলেন। মানুষ উচিত শিক্ষা দিয়েছেন। মায়াবতীর কথায়, ‘‘ক্ষমতার দম্ভে বিজেপি মানুষকে বোকা ভাবছে। লোকসভার উপনির্বাচনে শিক্ষা পেলেও বিজেপি নেতৃত্ব তাঁদের অপরাধী মানসিকতা, সঙ্ঘী চরিত্র ছাড়তে পারছে না।’’

অশোক গহলৌত বলেন, ‘‘কংগ্রেস আমলেও বিজেপি ও অন্য বিরোধীরা একজোট হয়েছে। কংগ্রেস এই ধরনের ভাষা ব্যবহার করেনি। বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেস-মুক্ত ভারতের কথা বলেছে। এখন আবার আরএসএস বলছে, কংগ্রেস-মুক্ত ভারত তাদের কর্মসূচিতেই নেই। কোনটা যে তাদের কর্মসূচিতে রয়েছে, কোনটা নেই, বোঝা দায়।’’

RSS Amit Shah Opponents অমিত শাহ Rahul Gandhi রাহুল গাঁধী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy