Advertisement
E-Paper

আবারও পতন হল টাকার দামে, এক ডলারের নিরিখে নেমে গেল ৮২ টাকা ৭১ পয়সায়

২০১৩ সালে ডলারের সাপেক্ষে টাকা দাম পড়েছিল ১১ শতাংশ। এ বার ইতিমধ্যেই ওই পতন দেখে ফেলেছে টাকা। ডলারের দাম ৮২ টাকা ছড়িয়ে গিয়েছে আগেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৭:০৯
ক্রমশই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে টাকা।

ক্রমশই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে টাকা। প্রতীকী ছবি।

অর্থনীতি নিয়ে চিন্তা বাড়িয়ে এ বার পতনের আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ডলারের সাপেক্ষে টাকার দাম। সোমবার দিনের মাঝে ডলার পৌঁছল ৮২ টাকা ৭২ পয়সায়। গত কয়েক সপ্তাহ ধরেই ধরেই দেশের মুদ্রার দরে ক্রমাগত পতন ঘটছে। যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। এই পরিস্থিতিতে সরকারের বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে আর্থিক সমীক্ষা সংস্থা ব্লুমবার্গের বিশেষজ্ঞেরা ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার যখন বাজার বন্ধ হয়, তখন এক ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮২ টাকা ৪৭ পয়সা। সোমবার বাজার খোলার পরে টাকার অবস্থানের সামান্য উন্নতি হয়। ডলার পিছু দর দাঁড়ায় ৮২ টাকা ৩৮ পয়সা। এর পরেই ফের পতন ঘটে টাকার দরে। এক সময়ে ডলার পৌঁছয় ৮২ টাকা ৭২ পয়সায়।

২০১৩ সালে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছিল ১১ শতাংশ। এ বার ইতিমধ্যেই ওই পতন দেখে ফেলেছে টাকা। প্রতি ডলার ৮২ টাকা ছাড়িয়েছে। এমনকি ডলার ৮৪ টাকাও ছুঁতে পারে বলে ধারণা অনেকের। ডলারের দাম বৃদ্ধি এবং আমদানি খাতে খরচ বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। বিশেষজ্ঞের আশঙ্কা, চলতি অর্থবর্ষে তা জিডিপি-র ৩ শতাংশের উপরেই থাকতে পারে। এখন আট মাসের আমদানি খরচ মেটানোর মতো ডলার শীর্ষ ব্যাঙ্কের হাতে আছে। কিন্তু আমদানি খরচ বেড়ে ডলারের মজুত কমতে থাকলে তার সংস্থান নিয়ে উদ্বেগ বাড়তে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞদের একাংশ।

Dollar Exchange Rate dollar Rupee RBI Bloomberg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy