Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kerala Couple

Russia-Ukraine Conflict:ইয়েমেনে জঙ্গিদের কবলে স্বামী, ইউক্রেনের বাঙ্কারে স্ত্রী, ‘দুই যুদ্ধে’ বিধ্বস্ত পরিবার

ইউক্রেনে থাকাকালীনই স্বামী অখিলের অপহরণের খবর পেয়েছিলেন জিতিনা। তার পর থেকেই শঙ্কায় দিন কাটছিল তাঁর। কিন্তু তাঁকেও যে এক ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে এমনটাও কল্পনা করতে পারেননি।

অখিল রঘু এবং জিতিনা।

অখিল রঘু এবং জিতিনা।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ১৩:১৮
Share: Save:

একেই বলে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস! এক দিকে স্বামী ইয়েমেনে জঙ্গিদের হাতে অপহৃত, অন্য দিকে স্ত্রী আটকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে।

অখিল রঘু। বয়স ২৫। কেরলের আলাপ্পুঝা জেলার চেপ্পড় গ্রামের বাসিন্দা। একটি বিদেশি জাহাজ সংস্থায় কাজ করেন। গত বছরের ৩১ ডিসেম্বর কর্মসূত্রে ইয়েমেনে গিয়ে হুথি জঙ্গিদের হাতে অপহৃত হন। এখনও পর্যন্ত জঙ্গিদের কবলেই রয়েছেন তিনি।

অন্য দিকে, রঘুর স্ত্রী জিতিনা এক জন ডাক্তারি পড়ুয়া। পড়াশোনার জন্য ইউক্রেনে গিয়েছেন সম্প্রতি। কিন্তু এখন প্রাণ বাঁচাতে ঠাঁই হয়েছে বাঙ্কারে। গত বছরের অগস্টে বিয়ে হয়েছিল অখিল এবং জিতিনার। তার পরে সেপ্টেম্বরে রঘু ইয়েমেনের উদ্দেশে রওনা দেন। জিতিনাও পাড়ি দেন ইউক্রেনে। কিন্তু এই কয়েক মাসের মধ্যেই দু’জনের পরিণতি যেন এক সরলরেখায় এসে দাঁড়িয়েছে।

ইউক্রেনে থাকাকালীনই স্বামী অখিলের অপহরণের খবর পেয়েছিলেন জিতিনা। তার পর থেকেই শঙ্কায় দিন কাটছিল তাঁর। কিন্তু তাঁকেও যে এক ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে এমনটাও কল্পনা করতে পারেননি।
অখিলের ভাই রাহুল বলেন, “দাদা জানিয়েছে ও সুরক্ষিত আছে। কিন্তু এখনও দাদা এবং আরও ১৪ জনকে উদ্ধারের কোনও ব্যবস্থাই করা হল না।’’ অখিল এবং জিতিনার পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়কদের একাধিক বার আর্জি জানিয়েও কোনও কাজ হয়নি।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিভ মেডিক্যাল ইউনিভার্সিটির বাঙ্কারে বসে জিতিনা দেশের ফেরার অপেক্ষা করছেন। অন্য দিকে, অখিলকে উদ্ধারের জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁর পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala Couple Russia-Ukraine Crisis Yemen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE