Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, বলল জাতীয় মহিলা কমিশন

‘‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত’’— এই বিতর্কিত মন্তব্যের জেরে সলমন খানকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। আগামী সাত দিনের মধ্যে তাঁর জবাব চাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ১৮:৫৯
Share: Save:

‘‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত’’— এই বিতর্কিত মন্তব্যের জেরে সলমন খানকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। আগামী সাত দিনের মধ্যে তাঁর জবাব চাওয়া হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম বলেছেন, ‘‘এটা ভেবে আমাদের লজ্জা লাগে এমন পাবলিক ফিগার এত দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেন।’’ কমিশনের তরফে সলমনকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদিও ওই মন্তব্যের কয়েক মুহূর্ত পরেই সলমন বলেন, ‘‘আমার মনে হয়, এ ভাবে বলাটা ঠিক নয়…।’’

সলমনের এই মন্তব্যের জেরে সমাজের বিভিন্ন স্তরে প্রবল সমালোচনা শুরু হয়েছে। সমাজকর্মী শাশ্বতী ঘোষ বললেন, ‘‘আমার সলমনের কাছে প্রথম প্রশ্ন, ধর্ষণে পরিশ্রমটা কার? ধর্ষকের, নাকি ধর্ষিতার? যে সব পুরুষ ধর্ষণকে রোমান্টিসাইজ করেন, তাঁদের পক্ষেই এ সব বলা সহজ। সুলতান হিট হলে সলমন আনন্দ পাবেন, তাঁর পরিশ্রমের মূল্য পাবেন। কিন্তু ধর্ষিতা হওয়ার পর কোনও মহিলার জন্য শুধু অপমান আর যন্ত্রণা অপেক্ষা করে। কোনও আনন্দ নয়।’’ বিজেপি নেত্রী শাইনার কথায়, ‘‘সলমনের এই মন্তব্যের জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। সলমন যে মহিলাদের সম্মান করেন তা আমরা জানি, এ কথা যদি ভুলবশত বলে থাকেন তা হলে সেই ভুলের জন্যও ক্ষমা চাওয়া উচিত।’’ সমাজকর্মী কবিতা কৃষ্ণনের কথায়, ‘‘সলমনের এই মন্তব্যে ধর্ষণকে অনেক ছোট করে দেখিয়েছেন। কিন্তু শুধু সলমনই নন, আমাদের সমাজে বা সিনেমায়— সব জায়গাতেই ধর্ষণকে খুব ছোট করে দেখানোটাই রেওয়াজ।’’

আরও পড়ুন, নিজেকে ধর্ষিতার মতো লাগত! কুরুচিকর মন্তব্যে বিতর্কে সলমন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salman Khan Sultan rape bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE