কৃষ্ণসার হত্যার দিন সলমন খান নিজেই গাড়ি চালিয়ে মাথানিয়ার জঙ্গলে গিয়েছিলেন বলে দাবি করলেন সরকারি কৌঁসুলি কে এল ঠাকুর। এই মামলায় সলমনকে পাঁচ বছরের কারদণ্ড দেয় নিম্ন আদালত। তখন রাজস্থান হাইকোর্টে যান তারকা। সরকারি কৌঁসুলি আজ আদালতে জানান, সলমন নিজেই যে জিপসি গাড়িটি চালিয়ে মাথানিয়ার ফার্মে যান, তার অকাট্য প্রমাণ তাঁদের হাতে এসেছে। এই ফার্মেই কৃষ্ণসার মারা হয়েছিল বলে অভিযোগ। সলমনের এক চালক, এই মামলার অন্যতম সাক্ষী হরীশ দুলানিও বলেন, সলমন যাওয়ার সময়ে নিজেই গাড়ি চালিয়েছিলেন। রাতে ফেরার সময় তিনিই সলমনকে হোটেলে পৌঁছে দেন।