সেনা-বিজেপি দ্বন্দ্বে ‘নাক গলানো’ নিয়ে আগেই দলকে সতর্ক করেছিলেন তিনি। এ বার মহারাষ্ট্রে সেনার সঙ্গে হাত মেলানো নিয়ে দলকে সাবধান করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। দীর্ঘ তিন দশক ধরে বিজেপির শরিক শিবসেনা। তাদের হাত ধরার সিদ্ধান্ত ‘সর্বনাশা’ প্রমাণিত হতে পারে বলে দাবি করলেন তিনি।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও মহারাষ্ট্রে সরকার গঠনে এগিয়ে আসেনি কোনও দল। বৃহত্তম দল হিসাবে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি যদিও বিজেপিকে আহ্বান জানালেও, রবিবার দেবেন্দ্র ফডণবীসের বাড়িতে বৈঠকের পর সেই প্রস্তাব ফিরিয়েছেন দলের নেতারা। এর পর শিবসেনার ডাক পড়ে। সোমবার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে তাদের।
এমন পরিস্থিতিতে এনসিপি এবং তাঁদের দলকে সরকার গঠন করতে আহ্বান জানানো উচিত বলে রবিবার রাজ্যপালের উদ্দেশে টুইটারে লেখেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। তাঁর এই মন্তব্যেরই তীব্র বিরোধিতা করেছেন সঞ্জয় নিরুপম।