Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লাল ফিতের ফাঁস থেকে মুক্ত হবে অসম: সর্বা

ভোটের আগের প্রতিশ্রুতিগুলি মনে রেখেছে বিজেপি-অগপ-বিপিএফ জোট সরকার— এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০৩:৪৩
Share: Save:

ভোটের আগের প্রতিশ্রুতিগুলি মনে রেখেছে বিজেপি-অগপ-বিপিএফ জোট সরকার— এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ বিধানসভায় তিনি বলেন, ‘‘তাই সমান মর্যাদা, অধিকার ও উন্নয়নের আদর্শ নিয়ে কাজ করবে নতুন সরকার।’’ এ দিন রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্কের পরে চতুর্দশ বিধানসভায় প্রথম বার বলতে উঠে সর্বানন্দ জানান, লাল ফিতের ফাঁস থেকে রাজ্যবাসীকে মুক্ত করাই নতুন সরকারের প্রথম লক্ষ্য হবে। তাঁর আবেদন, ভোটে জিতে বিধায়কদের মন থেকে যেন ভয় চলে না যায়। মানুষের প্রতি দায়বদ্ধতার ভয় কেটে যাওয়া এবং আত্মতুষ্টি যে কোনও সরকারের পতনের কারণ।

তিনি বলেন, ‘‘আজ অসম সম্পর্কে গোটা ভারত যে নেতিবাচক মনোভাব রাখে, তার দায় আমাদের নিজেদেরও। হয়তো আমাদের পরিকল্পনা, দৃঢতা, দৃষ্টিভঙ্গি, দুরদর্শিতায় খামতি থেকে গিয়েছে। সকলে হাতে হাত মিলিয়ে অসমকে দেশের সেরা করে তুলতে হবে।’’ বিদেশি বহিষ্কার, অনুপ্রবেশ রোধ, এনআরসি নিয়ে সস্তার রাজনীতি না করতে বিরোধীদের অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র থেকে আসা সব টাকা যেন মানুষের কাছে পৌঁছয়, সে জন্য দায়বদ্ধ থাকবে সরকার। পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ। বিরোধীদের কখনও কোনও কাজ নিয়ে প্রশ্ন বা দ্বিধা থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন। চা শ্রমিকদের উন্নয়ন ও মাজুলির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সব বিধায়ককে নিজের কেন্দ্রে দো-ফসলি জমি চিহ্নিত করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মানুষের মন থেকে সরকার সম্পর্কে ভীতি বা দুরত্ব দূর করবে নতুন জোট সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assam sarbananda sonowal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE