Advertisement
২০ এপ্রিল ২০২৪

টিপু বিতর্কে শশীর প্রশংসা ইমরানকে

শশী এ বার লিখেছেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে জানি, উপমহাদেশের ইতিহাস সম্পর্কে ইমরানের আগ্রহ কতটা খাঁটি এবং ব্যাপ্ত। উনি এ সব নিয়ে পড়াশোনা করেন, আন্তরিকতা নিয়ে ভাবেন।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৩:০৬
Share: Save:

গত ৪ মে টিপু সুলতানের মৃত্যুদিন স্মরণ করে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাই নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একপ্রস্ত বাদানুবাদ হয়েই গিয়েছিল। গত কাল কংগ্রেস নেতা শশী তারুর ফের ইমরানের প্রশংসা করে বিতর্ক উস্কে দিলেন।

শশী এ বার লিখেছেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে জানি, উপমহাদেশের ইতিহাস সম্পর্কে ইমরানের আগ্রহ কতটা খাঁটি এবং ব্যাপ্ত। উনি এ সব নিয়ে পড়াশোনা করেন, আন্তরিকতা নিয়ে ভাবেন।’’ শুধু ইমরানের প্রশংসা নয়, ভারতের রাজনৈতিক নেতৃত্বকে একটু খোঁচাও দিয়েছেন শশী। তাঁর খেদ, ‘‘এক জন ভারতীয় রণনায়ককে স্মরণ করার জন্য পাকিস্তানের নেতাকে এগিয়ে আসতে হল। এটাই দুর্ভাগ্যের।’’ টিপুকে নিয়ে এই বিতর্ক গত কয়েক বছর ধরেই চলছে। ২০১৫ সালে কর্নাটকে সিদ্দারামাইয়ার সময় থেকে টিপুর জন্মজয়ন্তী পালন করা শুরু হয়। গত বছর বিজেপি এই নিয়ে আপত্তি তোলে এবং দাবি করে টিপু আসলে সন্ত্রাসবাদী। ৪ মে ইমরানের টুইটের পর ফের সিদ্দারামাইয়া আর বিজেপির রাজীব চন্দ্রের মধ্যে বচসা শুরু হয়। সিদ্দারামাইয়াকে উদ্দেশ করে রাজীব লেখেন, ‘‘এই বার ইমরান আর বাজোয়াকে আলিঙ্গন করে ফেলুন সিদ্দারামাইয়াজি! দ্রুত রাহুল আর প্রিয়ঙ্কার প্রিয় হয়ে উঠবেন!’’ উত্তরে সিদ্দারামাইয়া লেখেন, ‘‘ভেবে টুইট করুন। আপনার বস-এর (মোদী) ক্রীতদাস হওয়ার চেয়ে টিপু সুলতানের মতো জীবনই কাঙ্ক্ষিত আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tipu Sultan Imran Khan Sashi Tharoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE