১ হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে কৃষকদের প্রতিবাদে যোগ দিতে দিল্লি-হরিয়ানা সীমান্তে এসে পৌঁছলেন ৬০ বছরের সত্যদেব মাঝি। এই রাস্তা তিনি পার করলেন সাইকেল চালিয়ে। আসার পথে যেখানে বিশ্রাম নিয়েছেন, পথে যাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁদেরকে বলেছেন কৃষক আন্দোলনের কথা। অর্থাৎ সাইকেলে আসার পথেও তিনি ক্রমাগত কৃষক আন্দোলনের হয়ে প্রচার করে গিয়েছেন। দিল্লি সীমান্তে এসে পৌঁছে তাঁর মুখে একটিই দাবি, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে।
তিনি বললেন, ‘‘সিওয়ান থেকে ১১ দিন সাইকেল চালিয়ে আমি এই প্রতিবাদ মঞ্চে এসে পৌঁছেছি। আমি চাই, সরকার যেন এই তিনটি আইন প্রত্যাহার করে। যত দিন এই প্রতিবাদ চলবে, তত দিন আমি সঙ্গে থাকব।’’
ছবিতে দেখা গিয়েছে, সাইকেলে দেশের পতাকা আর কৃষক আন্দোলনের পতাকা লাগিয়ে, রাস্তায় বিশ্রামের রসদ সাইকেলে বেঁধে নিয়ে চলেছেন তিনি। বোঝাই যাচ্ছে দীর্ঘদিন আন্দোলনে থাকবেন, এমন পরিকল্পনা নিয়েই তিনি এসেছেন।
কৃষকরা গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বিভিন্ন সীমান্তে নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। টানা দু’মাসের রসদ নিয়ে প্রতিবাদে হাজির হয়েছিলেন কৃষকরা। সরকার নানা রকম প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন তাঁরা। সেই আন্দোলনকে সমর্থন করেছে রাজনৈতিক দলগুলিও। নিজে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
আরও পড়ুন: তাপসীকে স্মরণ করে ফের কৃষক বিক্ষোভ সমর্থনে বার্তা মমতার
আরও পড়ুন: জিতেন্দ্রযোগ নিয়ে বাবুল-সখা দিলীপ, শনিবারবেলার অপেক্ষায় বিজেপি