দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ২৫ হাজার টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। দিল্লিতে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতে দিল্লি সরকারকে নোটিস পাঠিয়েছিল শীর্ষ আদালত। তার উত্তরে জৈন জানিয়েছিলেন ডেঙ্গি এবং চিকুনগুনিয়া প্রতিরোধে অফিসাররা সহযোগিতা করছেন না। ৩ অক্টোবরের মধ্যে সেই সব অফিসারদের নাম জানিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য জৈনকে নির্দেশ দিয়েছিল কোর্ট। তা দিতে ব্যর্থ হওয়ার জন্যই এই জরিমানার নির্দেশ।