নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বাদ নেই বলিউডও। অক্ষয় কুমারের পর এ বার মুখ খুললেন অনুষ্কা শর্মা। নায়িকা টুইট করলেন, ‘‘আমি অবাক। সে দিন যাঁরা দাঁড়িয়ে দেখছিলেন তাঁরা কেউ কেন এগিয়ে এলেন না? এটা তো শুধু ওই ছেলেগুলোর দোষ নয়। দোষ গোটা সমাজের। আপনার সন্তানকে মহিলাদের সম্মান করতে শেখান। নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না।’’
এই প্রতিবাদে অনুষ্কা পাশে পেয়েছেন বিরাট কোহালিকেও। টুইটারে ওই ঘটনার নিন্দা করে ভিডিও পোস্ট করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘ওদের পুরুষ বলার কোনও অধিকারই নেই।’’
আরও পড়ুন, বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানি নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
বিরাটের প্রশ্ন ‘‘এটা আপনার পরিবারের কারও সঙ্গে হলে কী করতেন? দাঁড়িয়ে দেখতেন নাকি সাহায্য করতে এগিয়ে যেতেন? শুধুমাত্র ছোট পোশাক পরেছিল বলে মেয়েটির সঙ্গে এমন হল? এটা তো ওর জীবন ওর সিদ্ধান্ত। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ছেলেমেয়েকে সমানভাবে দেখতে হবে। এই সমাজে থাকি বলে তো আমার লজ্জা করছে।’’ & ' ' &
This country should be safe & equal for all. Women shouldn't be treated differently. Let's stand together & put an end to such pathetic acts pic.twitter.com/bD0vOV2I2P
— Virat Kohli (@imVkohli) January 6, 2017
বিরাটের প্রশ্ন ‘‘এটা আপনার পরিবারের কারও সঙ্গে হলে কী করতেন? দাঁড়িয়ে দেখতেন নাকি সাহায্য করতে এগিয়ে যেতেন? শুধুমাত্র ছোট পোশাক পরেছিল বলে মেয়েটির সঙ্গে এমন হল? এটা তো ওর জীবন ওর সিদ্ধান্ত। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ছেলেমেয়েকে সমানভাবে দেখতে হবে। এই সমাজে থাকি বলে তো আমার লজ্জা করছে।’’