Advertisement
E-Paper

রথ-অম্বেডকর ছুঁয়ে মোদী ইদেও

কংগ্রেস জমানায় সরকারের একাধিক মন্ত্রী ও নেতা রমজানের সময় ইফতার পার্টির আয়োজন করতেন। সেই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংহও নিয়মিত সেই ভোজে উপস্থিত থাকতেন। এমনকী, বিজেপি নেতাদের ভোজেও যেতেন মনমোহন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০৫:১৩

রমজান মাসের শুরুতেই নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি মেলে ধরার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জানালেন ইদের শুভেচ্ছা।

বিদেশে পাড়ি দেওয়ার আগেই তাঁর রেকর্ড করা ‘মন কি বাত’ আজ প্রচারিত হয় রেডিওয়। সেখানে তিনি শুরু তো করেছিলেন জগন্নাথকে ‘গরিবের ভগবান’ বলে। রাষ্ট্রপতি পদে দলিত প্রার্থী দেওয়ার পর মোদী আজ সুকৌশলে জগন্নাথের প্রসঙ্গেই উল্লেখ করেন বি আর অম্বেডকরের কথা। তাঁর বক্তব্য, যাঁরা অম্বেডকরকে অধ্যয়ন করেছেন, তাঁরা দেখবেন জগন্নাথ মন্দিরের পরম্পরার তারিফের কথা। কারণ, সেখানেও নিহিত আছে সামাজিক ন্যায় ও সম্প্রীতি। এর পরেই প্রধানমন্ত্রী সোজা চলে যান ভারতের বিবিধতার বিষয়ে। সেই সূত্রেই ইদের শুভেচ্ছা জানান তিনি। সকলে মিলে ইদের খুশি ভাগ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।

কংগ্রেস জমানায় সরকারের একাধিক মন্ত্রী ও নেতা রমজানের সময় ইফতার পার্টির আয়োজন করতেন। সেই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংহও নিয়মিত সেই ভোজে উপস্থিত থাকতেন। এমনকী, বিজেপি নেতাদের ভোজেও যেতেন মনমোহন। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির অল্প কয়েক জন সংখ্যালঘু নেতা দিল্লিতে এই ধরনের কোনও আয়োজন করতে স্বচ্ছন্দ বোধ করতেন না। কারণ, মোদী নিজে কোনও দিন তাতে উপস্থিত থাকেননি। প্রধানমন্ত্রী বিদেশ পাড়ি দেওয়ার পরে আগামিকাল অবশ্য কেন্দ্রের সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভি ও দলের সংখ্যালঘু নেতা শাহনওয়াজ হুসেন নিজের বাড়িতে ইদ উপলক্ষে ভোজের আয়োজন করেছেন।

আরও পড়ুন: মীরা বলতেই দিতেন না, খোঁচা সুষমার

কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির অবশ্য বক্তব্য, ‘‘সরকারের প্রধান হিসেবে মোদী ইদের শুভেচ্ছা জানাবেন, এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু খটকা তখনই লাগে, যখন বাস্তব অন্য কথা বলে। এখনও বল্লভগড়ে গণপিটুনির ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশে চলছে নিগ্রহ, সেই সময় প্রধানমন্ত্রীর রেডিও-বার্তা শুধুমাত্র প্রতীকী হয়েই থেকে যাচ্ছে।’’

প্রধানমন্ত্রী অবশ্য তাঁর রেডিও-বার্তায় মুসলিমদের মন জয়ের জন্য শুধু ইদের শুভেচ্ছাতেই থেমে থাকেননি। উত্তরপ্রদেশের বিজনৌরের এক মুসলিম অধ্যুষিত গ্রামের ঘটনার কথা শোনান তিনি। বলেন, সেই গ্রামে শৌচালয় তৈরির জন্য সরকারের থেকে ১৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু রমজান মাসে নিজেদের খরচে শৌচালয় গড়ে গ্রামবাসীরা সেই পুরো টাকাটা ফেরত দিয়েছেন। গ্রামের অন্য উন্নয়নের কাজে সেটি ব্যবহার করতে বলেছেন তাঁরা। মোদীর কথায়, ‘‘এই ঘটনা সকলের কাছে প্রেরণা।’’

Narendra Modi নরেন্দ্র মোদী Eid Man Ki Baat Nation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy